করোনা মুক্ত বিরাট কোহলীরা। ছবি: টুইটার থেকে
করোনা মুক্ত বিরাট কোহলীরা। রবিবার কোচ রবি শাস্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই চিন্তা বাড়ে বিরাট কোহলীদের নিয়ে। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে ক্রিকেটারদের দু'বার করে করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁরা সুস্থ আছেন।
বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘‘ভারতীয় দলের বাকি সদস্যদের দু’বার করে ফ্লো টেস্ট করা হয়েছে। শনিবার রাতে এবং রবিবার সকালের সেই পরীক্ষায় বাকি সকলেরই ফল নেগেটিভ এসেছে। ক্রিকেটারদের তাই ওভাল টেস্টে খেলার অনুমতি দেওয়া হয়েছে।’’
তৃতীয় দিনের শেষে তিন উইকেট হারিয়ে ভারত করেছিল ২৭০ রান। রোহিত শর্মার শতরানে ভর করে বড় রানের পথে ভারত। ইংল্যান্ডের থেকে ১৭১ রানে এগিয়েছিল তারা। বিরাট কোহলী এবং রবীন্দ্র জাডেজা ক্রিজে ছিলেন। এই প্রতিবেদন লেখার সময় জাডেজা আউট হন ক্রিস ওকসের বলে। ১৭ রান করে আউট হলেন তিনি।
UPDATE - Four members of Team India Support Staff to remain in isolation.
— BCCI (@BCCI) September 5, 2021
More details here - https://t.co/HDUWL0GrNV #ENGvIND pic.twitter.com/HG77OYRAp2
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy