সারাদিন এ ভাবেই আকাশের দিকে তাকিয়ে ছিলেন বিরাট কোহলী। ছবি - টুইটার
নটিংহ্যাম থেকে তাঁর দলকে খালি হাতে ফিরতে হবে স্বপ্নেও ভাবেননি। তৃতীয় দিনের অনেকটা সময় বৃষ্টির জন্য খেলা নষ্ট হয়েছে। চতুর্থ দিনও আকাশের অবস্থা ভাল ছিল না। তবে শেষ দিন যে তাঁরা মাঠে নামতেই পারবেন না, সেটা বিশ্বাস করতে পারছেন না ভারত অধিনায়ক। খেলার শেষে মাঠে দাঁড়িয়ে সেটা অকপটে জানিয়ে দিলেন বিরাট কোহলী।
তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, “খেলার তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টির আশঙ্কা ছিল। তবে শেষ দিনের পুরোটা সময় যে বৃষ্টিতে ধুয়ে যাবে সেটা ভাবতেও পারিনি। এটা খুবই হতাশাজনক। চতুর্থ দিন আমরা ৫২ রান করে ফেলার পর জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলাম। সেই দিক থেকে দেখতে গেলে এই ফল হতাশার।”
UPDATE: Play has been abandoned. ☹️
— BCCI (@BCCI) August 8, 2021
The first #ENGvIND Test at Trent Bridge ends in a draw.
We will see you at Lord's for the second Test, starting on August 12. #TeamIndia
Scorecard 👉 https://t.co/TrX6JMzP9A pic.twitter.com/k9G7t1WiaB
প্রথম টেস্ট ড্র হলেও সতীর্থদের পাশে দাঁড়ালেন তিনি। একই সঙ্গে বুঝিয়ে দিলেন যে লর্ডসে তাঁর দল আক্রমণাত্মক মেজাজে খেলবে। কোহলী বলেন, “গত তিন সপ্তাহ ধরে আমাদের দলের সবাই কঠিন পরিশ্রম করেছে। সেটা এই টেস্টে জোরে বোলারদের দেখে বোঝা গেল। আর এটাই আমাদের দলের বৈশিষ্ট্য। পুরো সিরিজ ও লর্ডসে দ্বিতীয় টেস্টে এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy