নিভৃতবাসে থাকা বিরক্তিকর, জানিয়ে দিলেন রবি শাস্ত্রী। ফাইল চিত্র
করোনা পরিস্থিতির জন্য ক্রীড়াবিদদের নিভৃতবাসে থাকা বাধ্যতামূলক। সেটাই মানতে পারছেন না ভারতীয় দলের মুখ্য প্রশিক্ষক রবি শাস্ত্রী। তাঁর দাবি দুবার কোভিড টিকা নিলেই যদি ভাইরাসকে হারানো যায়, তাহলে ঘরবন্দি কেন থাকতে হবে! সতীর্থ ভরত অরুণের সঙ্গে টুইটারে ছবি দিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন অলরাউন্ডার।
শাস্ত্রী লিখেছেন, ‘অনেক দিন পরে আমার ডান হাত, আমার বন্ধু ঘরে ফিরে এসেছে। ওকে আগের থেকে অনেক বেশি ফিট লাগছে। তবে কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসার পরেও ১০ দিন ঘরবন্দি থাকা খুবই বিরক্তিকর। এটা খুব খারাপ নিয়ম। দুবার টিকা নিলেই তো সমস্যা মিটে যায়।’
My right hand back in the house. Looking fitter and stronger after being in isolation for 10 days even though testing negative all the way. Bloody frustrating these isolation rules. 2 jabs of the vaccine has to be trusted #TeamIndia pic.twitter.com/4Gukf0F9Pg
— Ravi Shastri (@RaviShastriOfc) July 24, 2021
ভারতীয় দলের থ্রো ডাউন বিশেষজ্ঞ ও ম্যাসাজ থেরাপিস্ট দয়ানন্দ গরানী আক্রান্ত হয়েছিলেন। তাঁর সংস্পর্শে আসার জন্য ভরত অরুণ, ঋদ্ধিমান সাহা ও অভিমন্যু ঈশ্বরণকে ১০ দিনের নিভৃতবাসে থাকতে হয়েছিল। সেই নিভৃতবাসের নিয়ম কাটিয়ে ঋদ্ধি ও অভিমন্যুর সঙ্গে শনিবার দলে যোগ দিয়েছেন টিম ইন্ডিয়ার বোলিং প্রশিক্ষক।
করোনা আক্রান্ত না হলেও এই তিনজনের ঘরবন্দি থাকা মানতে পারছেন না বিরাট কোহলী-রোহিত শর্মাদের প্রশিক্ষক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy