ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিন মহম্মদ সিরাজ ও জেমস অ্যান্ডারসনের মধ্যে বাকযুদ্ধ লেগে গেল। সেই ভিডিয়ো এখন ভাইরাল।
ঘটনার সূত্রপাত তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে। তখন শেষ উইকেটে মাত্র ২৬ বলে ৩৩ রানে যোগ করে ইংরেজদের উপর চাপ বাড়াচ্ছিলেন যশপ্রীত বুমরা ও সিরাজ। খেলার ৮৪তম ওভারে অ্যান্ডারসনের একটি বাইরে যাওয়া বলে স্কোয়ার কাট মারতে গেলে ফস্কান সিরাজ। বল গিয়ে জস বাটলারের হাতে জমা হয়। সেই সময় সিরাজের দিকে এগিয়ে এসে তাঁর মনঃসংযোগ ভেঙে দেওয়ার চেষ্টা করেন অ্যান্ডারসন। সিরাজও থেমে থাকার পাত্র নন। তিনিও সঙ্গে সঙ্গে জবাব দেন।
Mohammed Siraj sledging Jimmy Anderson 😂 #ENGvsIND #Anderson #KLRahul pic.twitter.com/YlnVLPyPxP
— Ashwani Pratap Singh (@Ashwani45singh) August 6, 2021
তবে এই ঘটনা আর বড় আকার নেয়নি। কারণ পরের ওভারেই বুমরা আউট হয়ে যান।
তৃতীয় দিন ৪ উইকেটে ১৩২ রান থেকে শুরু করে ২৭৮ রানে শেষ হয়েছিল ভারতের প্রথম ইনিংস। বারবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৪৬ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া।