শার্দূলকে অভিবাদন রোহিতের। ছবি রয়টার্স
দুই ওপেনারই ক্রিজে রয়েছেন। রোহিত ২০ এবং রাহুল ২২ রানে ব্যাট করছেন। ৫৬ রানে পিছিয়ে ভারত।
দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালই করল ভারত। রোহিত ১৩ এবং রাহুল ১০ রানে ক্রিজে।
ঝোড়ো অর্ধশতরান করে রান আউট ওকস। ইংল্যান্ড থামল ২৯০ রানে।
পোপকে তুলে নিলেন শার্দূল। পরের ওভারেই রবিনসনকে ফেরালেন জাডেজা। ইংল্যান্ডকে অলআউট করতে ভারতের দরকার আর এক উইকেট।
Huge breakthrough for India as Shardul strikes. He removes Ollie Pope who chops one back on to the stumps.
— Sony Sports (@SonySportsIndia) September 3, 2021
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! 📺#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Pope #Shardul pic.twitter.com/alClTH9HqV
ভারতের থেকে ৩৬ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ক্রিজে অলি পোপ (৭৪) এবং ক্রিস ওকস (৪)।
ইংরেজদের একাই টানছেন অলি পোপ। ৬৯ রানে খেলছেন তিনি। সঙ্গী মইন আলি রয়েছেন ২৬ রানে।
ক্রমশ রান বাড়িয়ে নিচ্ছেন অলি পোপ। ইংরেজ ব্যাটসম্যানের অর্ধশতরান হয়ে গেল।
ধাক্কা দিলেন মহম্মদ সিরাজ। ফিরিয়ে দিলেন জনি বেয়ারস্টোকে। এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ চেয়েছিলেন বেয়ারস্টো। লাভ হয়নি। ৩৭ রানে সাজঘরে ফিরলেন।
শুক্রবার শুরুতে দুটি উইকেট পেলেও এখন ক্রিজে জমে গিয়েছেন অলি পোপ এবং জনি বেয়ারস্টো। বারবার বোলার বদল করেও উইকেট পাচ্ছে না ভারত। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড ১৩৯-৫।
উইকেটে জমে যাওয়া মালানকে ফেরালেন উমেশ যাদব। ৬৩ রানে ৫ উইকেট হারাল ইংরেজরা।
রুটকে ফেরানোর পর এ বার যত দ্রুত সম্ভব ইংল্যান্ডের ইনিংস শেষ করতে চায় ভারত।
Hello and welcome to Day 2 of the 4th Test.
— BCCI (@BCCI) September 3, 2021
How many wickets do you reckon our bowlers will pick up in the first hour?#ENGvIND pic.twitter.com/XW2hVC51vQ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy