উইকেট নেওয়ার পর বুমরা। ছবি টুইটার
ভারতের প্রথম ইনিংস হয় ১৯১ রানে। ইংল্যান্ড প্রথম দিনের শেষে ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ৫৩ রান।
উমেশের বলে আউট রুট। ইংরেজ অধিনায়কের রক্ষণ ভাঙলেন উমেশ যাদব। ২১ রানে শেষ রুট।
দ্রুত রান তুলছেন রুট এবং মালান। ১৭ বলে ১৮ রান করেছেন রুট। মালান করেছেন ৩২ বলে ২২ রান। ইংল্যান্ডের স্কোর ৪৫/২।
দশ ওভারে ৩০ রান ইংল্যান্ডের। দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছেন বুমরা। ক্রিজে রয়েছেন জো রুট এবং দাউইদ মালান।
ইংল্যান্ডের দুই ওপেনারই আউট। বুমরার বলে শূন্য রানে ফিরলেন হামিদ।
Bumrah strikes twice in his second over.
— BCCI (@BCCI) September 2, 2021
Picks up the wicket of Rory Burns and Haseeb Hameed.
Live - https://t.co/OOZebPnBZU #ENGvIND pic.twitter.com/0dwQ6kpDpY
প্রথম ওভারে ২ রান তুলল ইংল্যান্ড। ওপেন করতে নেমেছেন রোরি বার্নস এবং হাসিব হামিদ।
ভারতের ইনিংস শেষ। ১৯১ রানে কোহলীদের শেষ করে দিলেন ইংরেজরা। ইংল্যান্ডের হয়ে চার উইকেট ক্রিস ওকসের। তিনটি উইকেট রবিনসনের।
আক্রমণাত্মক ব্যাটিং করে ফিরে গেলেন শার্দূল। তারপরেই রান আউট বুমরা। টানা দুটি উইকেট পড়ল ভারতের।
ধুন্ধুমার ব্যাটিং করছেন শার্দূল ঠাকুর। ৩২ বলে অর্ধশতরান করে ফেললেন তিনি।
ব্যাট হাতে দুরন্ত খেলতে শুরু করেছেন শার্দূল ঠাকুর। ২৫ বলে ৩৯ রানে খেলছেন তিনি। মেরেছেন দুটি ছক্কাও।
সাজঘরে ফিরলেন ঋষভ পন্থও। ৯ রান করে আউট হলেন তিনি।
Pant looks to hit his way out of trouble but toe ends one straight to mid-off as India spiral further.
— Sony Sports (@SonySportsIndia) September 2, 2021
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! 📺#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Pant #Woakes pic.twitter.com/fyYxhgak2P
ব্যাটিং ধস ভারতের। এখন ক্রিজে রয়েছেন পন্থ (৪) এবং শার্দূল (৪)।
দলকে বিপদ থেকে রক্ষা করতে পারলেন না রহাণেও। ১৪ রান করে ওভার্টনের বলে ফিরলেন তিনি।
এ বার তিন অঙ্কের রানে পৌঁছতে ব্যর্থ কোহলী। অর্ধশতরান করেই রবিনসনের বলে ফিরলেন তিনি। আরও চাপে পড়ল ভারত।
50 and out, yet again for Kohli as Robinson wins this round of the battle with the Indian skipper.
— Sony Sports (@SonySportsIndia) September 2, 2021
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! 📺#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Kohli #Robinson pic.twitter.com/4qZ8rlwYSI
সিরিজের দ্বিতীয় অর্ধশতরান হয়ে গেল কোহলীর। লিডসের পর ওভালেও ব্যাট হাতে ঝলমলে ভারত-নেতা।
একের পর এক কভার ড্রাইভ বেরোচ্ছে ভারত অধিনায়কের ব্যাট থেকে। অর্ধশতরানের কিছুটা দূরে তিনি।
জাডেজাকে পাঁচ নম্বরে নামানোর ফাটকা কাজে লাগল না। ফিরে গেলেন ১০ রান করে।
ফের ব্যর্থ পুজারা। অ্যান্ডারসনের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy