জয়ের কাছে এসেও টেস্ট হাতছাড়া। হতাশ ও বিরক্ত বিরাট কোহলী। ফাইল চিত্র
খুব কাছে এসেও বিরাট কোহলীর ভারতের প্রথম টেস্ট জেতা হল না। চা পানের বিরতির পর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন দুই আম্পায়ার।
UPDATE: Play has been abandoned. ☹️
— BCCI (@BCCI) August 8, 2021
The first #ENGvIND Test at Trent Bridge ends in a draw.
We will see you at Lord's for the second Test, starting on August 12. #TeamIndia
Scorecard 👉 https://t.co/TrX6JMzP9A pic.twitter.com/k9G7t1WiaB
বৃষ্টি ও খারাপ আবহাওয়া কাটিয়ে ভারত প্রথম টেস্ট জেতার সুযোগ পায় কিনা সেটাই দেখার।
UPDATE - Tea has been taken now at Trent Bridge.#ENGvIND
— BCCI (@BCCI) August 8, 2021
ভারতীয় সময় অনুসারে সন্ধে ৭টা নাগাদ দুই আম্পায়ারের মাঠ পরিদর্শন করার কথা থাকলেও সেটা পিছিয়ে গেল। বৃষ্টি থামলে ফের মাঠে নামবেন দুই আম্পায়ার। এরপর শেষ দিনের খেলা শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কত ওভারের খেলা হয় এখন সেটাই দেখার।
It has started to rain and the inspection has been delayed.#ENGvIND https://t.co/vJwSSjaQaS
— BCCI (@BCCI) August 8, 2021
অবশেষে বৃষ্টি থামল। মাঠ কর্মীরা কভার সরানোর কাজ করছেন। ভারতীয় সময় অনুসারে সন্ধে ৭টা নাগাদ আবার মাঠ পরীক্ষা করবেন দুই আম্পায়ার। এরপর শেষ দিনের খেলা শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কত ওভারের খেলা হয় এখন সেটাই দেখার।
UPDATE - It has stopped raining and there will be an inspection at 2.30 PM local time ( 7 PM IST)#ENGvIND
— BCCI (@BCCI) August 8, 2021
ধারাভাষ্য দেওয়ার জন্য এই মুহূর্তে বিলেতে রয়েছেন দীনেশ কার্তিক। ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের ভারত যখন টেস্ট সিরিজ জিতেছিল সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কার্তিক। তাঁর মনটাও বেশ খারাপ।
To all those asking about weather#ENGvIND pic.twitter.com/Ul8iVRT60f
— DK (@DineshKarthik) August 8, 2021
টানা বৃষ্টি ও মন্দ আলোর জন্য প্রথম সেশন নষ্ট হয়ে গিয়েছে। মাঠ কর্মীদের সঙ্গে বারবার কথা বলছেন দুই আম্পায়ার। সঙ্গে রয়েছেন দুই অধিনায়ক বিরাট কোহলী ও জো রুট। শেষ দিন ক্রিকেট প্রেমীরা শেষ দিন টানটান লড়াই দেখার অপেক্ষায় থাকলেও, এখনও পর্যন্ত সবার মনে হতাশা।
Frustrating ☔️
— England Cricket (@englandcricket) August 8, 2021
Scorecard/Clips: https://t.co/0cpdv7coXv#ENGvIND pic.twitter.com/SAbIraLZBx
২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাই টেস্টের কথা মনে পড়ে যাচ্ছে। সেই টেস্ট জিততে হলে ভারতের দরকার ছিল ২২৯ রান। চতুর্থ দিন ১৯ রান তুলে সাজঘরে ফিরে গিয়েছিলেন দুই ওপেনার বীরেন্দ্র সহবাগ ও যুবরাজ সিংহ। তবে পঞ্চম দিন আর মাঠে নামার সুযোগ আসেনি। কারণ বৃষ্টির জন্য ম্যাচ ধুয়ে যায়।
No major change still. There will be a lunch break at 12:30PM local time (5:00PM IST).
— BCCI (@BCCI) August 8, 2021
দুই দল মাঠে নামার অপেক্ষায় থাকলেও উপায় নেই। কারণ বৃষ্টি এখনও থামেনি।
It's still raining here at Trent Bridge with no sight of clear skies.#ENGvIND pic.twitter.com/gbmIibjvb1
— BCCI (@BCCI) August 8, 2021
সারাদিন ধরেই হয়তো বৃষ্টি চলবে। এমনটাই জানা গিয়েছে। সেটা হলে দুটো দলই লড়াই করার সুযোগ হারাবে।
পঞ্চম দিনে ট্রেন্ট ব্রিজের আকাশ মেঘলা। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে মাঝেমধ্যেই খারাপ আবহাওয়া ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে।
Hello and welcome to Day 5 of the first Test. It is wet and windy here at Trent Bridge. 🌧️❄️ #ENGvIND pic.twitter.com/a6gekDe57X
— BCCI (@BCCI) August 8, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy