Advertisement
২২ নভেম্বর ২০২৪
১৫০ রান করার পর জো রুট

১৫০ রান করার পর জো রুট ছবি - টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ২৩:১৮
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ২৩:১৬ key status

ইংল্যান্ড ৩৯১, জো রুট অপরাজিত ১৮০

১১৯ রানে ৩ উইকেট থেকে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের প্রথম ইনিংস ৩৯১ রানে শেষ হল। ফলে ২৭ রানের লিড পেল সাহেবরা। জো রুট ফের একবার জাত চেনালেন। ৩২১ বলে ১৮০ রানে অপরাজিত রইলেন দলের অধিনায়ক। ক্রিজে কাটালেন ৫৩৩ মিনিট। মহম্মদ সিরাজ ৯৪ রানে ৪ ও ইশান্ত শর্মা ৬৯ রানে ৩ উইকেট নিলেন। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ২২:৩৫ key status

মার্ক উড আউট, নয় উইকেট হারাল ইংল্যান্ড

৩৭২ রানে ৯ উইকেট হারাল ইংরেজরা। জো রুট ১৬৬ রানে অপরাজিত রয়েছেন। 

Advertisement
timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ২২:৩১ key status

রুটের দাপটে লিড নিল ইংল্যান্ড

১৬৫ রানে ক্রিজে রয়েছেন জো রুট। ৩৬৯ রানে ৮ উইকেট হারালেও ৫ রানের লিড নিয়ে নিল ইংরেজরা। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ২১:৫৮ key status

আট উইকেট হারাল ইংল্যান্ড

চতুর্থ উইকেট নিলেন সিরাজ। ৩৫৭ রানে ৮ উইকেট হারাল ইংল্যান্ড। ভারত মাত্র ৭ রানে এগিয়ে। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ২১:২৯ key status

দুইয়ে দুই, সাত উইকেট হারাল ইংল্যান্ড

মইন আলির পর এ বার পরের বলেই স্লিপে থাকা রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন স্যাম কারেন। ৩৪১ রানে ৭ উইকেট হারাল ইংল্যান্ড। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ২১:২৬ key status

ষষ্ঠ উইকেটের পতন

মইন আলিকে (২৭) ফেরালেন ইশান্ত শর্মা। ৩৪১ রানে ৬ উইকেট হারাল ইংল্যান্ড। 

Advertisement
timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ২১:১৩ key status

জো রুটের ১৫০

থামার নাম নেই। ১৫০ রান করে ভারতের চাপ আরও বাড়িয়ে দিলেন রুট। ১০৮ ওভারে ৫ উইকেটে ৩৩৯ রান তুলে নিল ইংরেজরা। ভারত মাত্র ২৫ রানে এগিয়ে।  

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ২০:২০ key status

দ্বিতীয় সেশনও ইংল্যান্ডের দখলে

প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও দাপট দেখাল ইংল্যান্ড। জো রুট ২৩৭ বলে ১৩২ রান করে ক্রিজে রয়েছেন। ২০ রানে অপরাজিত থেকে তাঁকে সঙ্গ দিচ্ছেন মইন আলি। ফলে ৫ উইকেটে ৩১৪ রান তুলে চা পানের বিরতিতে গেল ইংল্যান্ড। ভারতের লিড কমে দাঁড়াল ৫০ রান। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৯:৪৩ key status

বাটলার আউট, ফের ভাঙল জুটি

জস বাটলারকে (২৩) বোল্ড করলেন ইশান্ত শর্মা। ২৮৩ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৯:৩৪ key status

জমে উঠেছে নতুন রুট ও বাটলার জুটি

মাত্র ৭১ বলে ৫০ রান যোগ করে ফেললেন জো রুট ও জস বাটলার। ৪ উইকেটে ২৮০ রান করে ফেললো ইংল্যান্ড। ভারত এগিয়ে মাত্র ৮২ রানে। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৯:২০ key status

ভারতের লিড কমতে শুরু করেছে

জস বাটলারকে সঙ্গে নিয়ে ভারতের উপর আরও চাপ বাড়াচ্ছেন জো রুট। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৮:৫৭ key status

জো রুটের ভারত প্রেম

ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত ২২টি টেস্ট খেলছেন জো রুট। ৩৯টি ইনিংসের মধ্যে রয়েছে ৭টি শতরান ও ১১টি অর্ধ শতরান। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৮:৫০ key status

একাই একশ জো রুট

টেস্টে কেরিয়ারের ২২তম শতরান সেরে ফেললেন জো রুট। ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় ইনিংসের পর এ বার লর্ডসে চাপের মুখে ফের শতরান করলেন ইংরেজ অধিনায়ক। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৮:৪১ key status

দ্বিতীয় নতুন বল নিলেন বিরাট কোহলী

নতুন বলে ফের ধাক্কা দিতে মরিয়া মহম্মদ সিরাজ। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৮:৩৪ key status

অবশেষে ভাঙল জুটি, বেয়ারস্টো আউট

২২৯ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড। সিরাজের বলে ৫৭ রানে ফিরলেন জনি বেয়ারস্টো। এখনও পর্যন্ত ৫৮ রানে ৩ উইকেট নিয়েছেন সিরাজ। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৮:২৭ key status

দুই সতীর্থের আগমন

ভারতীয় দলে যোগ দিলেন পৃথ্বী শ ও সূর্য কুমার যাদব। ছবি পোস্ট করল বিসিসিআই 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৮:১৪ key status

উইকেটের খোঁজে ভারত

দ্বিতীয় সেশন শুরু। ভারত ১৪৫ রানে এগিয়ে রয়েছে। রুট ও বেয়ারস্টো জুটি আরও বড় হলে ভারতের চাপ আরও বাড়বে। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৭:৪৩ key status

রুট ও বেয়ারস্টোর দাপটে প্রথম সেশন সাহেবদের

প্রথম সেশনে ৯৭ রান তুলে বিরাট কোহলীর ভারতকে পাল্টা চাপে রাখল ইংল্যান্ড। ৩ উইকেটে ১১৯ রান থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত ইংরেজরা ২১৬ রান তুলে দিল। জো রুট ৮৯ ও জনি বেয়ারস্টো ৫১ রানে ক্রিজে রয়েছেন। ১৪৮ রানে এগিয়ে ভারত। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৭:২৭ key status

দাপট দেখালেন জনি বেয়ারস্টো

রুটের সঙ্গে পাল্লা দিয়ে এ বার অর্ধ শতরান করে ফেললেন জনি বেয়ারস্টো। ১৯টি ইনিংসের পর টেস্টে অর্ধ শতরান করলেন এই ডানহাতি ব্যাটসম্যান। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৭:২৫ key status

জুটিতে লুটি

তৃতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখিয়ে চতুর্থ উইকেটে ১০০ রান যোগ করে ফেললেন রুট ও বেয়ারস্টো। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy