মহম্মদ সিরাজকে অভিনন্দন জানাচ্ছেন বিরাট কোহলী। ছবি - টুইটার
জো রুট এখনও ক্রিজে থাকলেও তৃতীয় সেশনের শেষে রোরি বার্নসকে আউট করে ভারতকে স্বস্তি দিলেন মহম্মদ শামি। প্রথম ইনিংসে ৩ উইকেটে ১১৯ রান তুলেছে ইংল্যান্ড। ভারত এখনও ২৪৫ রানে এগিয়ে রয়েছে। প্রথম টেস্টের দুই ইনিংসে ৬৪ ও ১০৯ রান করার পর লর্ডসে ইংরেজ অধিনায়ক ৪৯ রানে অপরাজিত রয়েছেন।
That Wicket Feeling! ☝️
— BCCI (@BCCI) August 13, 2021
Mood as @MdShami11 strikes to dismiss Rory Burns. 👍 👍 #TeamIndia #ENGvIND
Follow the match 👉 https://t.co/KGM2YELLde pic.twitter.com/zL2QkvaJKf
লেগ বিফোর হয়ে ব্যক্তিগত ৪৯ রানে ফিরলেন রোরি বার্নস। ১০৮ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড।
Burns falls for 49, caught in the crease by Shami ☝🏻
— Sony Sports (@SonySportsIndia) August 13, 2021
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! 📺#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Burns pic.twitter.com/1adNzyXAqn
জো রুট ও রোরি বার্নসের ব্যাটের উপর ভর করে পাল্টা জবাব দিচ্ছে ইংল্যান্ড। ৪১ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে নিল ইংরেজরা। ভারত এগিয়ে ২৫৬ রানে।
তৃতীয় উইকেটে ৫০ রান যোগ করে ফেললেন জো রুট ও রোরি বার্নস। ৩০ ওভারে ২ উইকেটে ৭৩ রান তুললো ইংল্যান্ড। ভারত এখনও ২৯১ রানে এগিয়ে রয়েছে।
সিরাজের বলে জো রুটের লেগ বিফোরের আবেদন করেছিল ভারত। তবে ডিআরএস নষ্ট। বিরাট কোহলীর হাতে আর মাত্র একটা রিভিউ বাকি।
১৪.৩ ওভারে দলকে জোড়া সাফল্য এনে দিলেন সিরাজ। হাসিব হামিদ প্রথম বলেই বোল্ড। ২৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড।
WOW
— BCCI (@BCCI) August 13, 2021
First over after 🫖and @mdsirajofficial gets into the act! He removes Sibley (11) and Hameed (0) off successive deliveries.
Root survives the hat-trick ball. https://t.co/KGM2YEualG #ENGvIND #TeamIndia pic.twitter.com/FYGNyBIl9P
Siraj takes 2 in 2 and it brings our captain to the crease.
— England Cricket (@englandcricket) August 13, 2021
Scorecard/Clips: https://t.co/GW3VJ3wfDv
🏴 #ENGvIND | #RedForRuth pic.twitter.com/Qeo8wjGrsC
ডম সিবলিকে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ড ২৩ রানে ১।
১৪ ওভারে উঠল মাত্র ২৩ রান। তবে দুই ওপেনার রোরি বার্নস ও ডম সিবলি এখনও ক্রিজে রয়েছেন। প্রথম ইনিংসে এখনও ৩৪১ রানে পিছিয়ে সাহেবরা।
Our openers battle through to tea 👊
— England Cricket (@englandcricket) August 13, 2021
Scorecard/Clips: https://t.co/UM6cSkbLz9
🏴 #ENGvIND | #RedForRuth pic.twitter.com/gPvO0keVf3
মহম্মদ শামির হাতে বল তুলে দেওয়া হল। ইংল্যান্ড এখন ১১ ওভারে ১৬ রান।
দুই ইংরেজ ওপেনার এখনও ক্রিজে রয়েছেন। ধীরেসুস্থে খেলে ৬ ওভারে ১০ রান তুলেছে ইংল্যান্ড।
৬২ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে ৩৬৪ রানে আটকে রাখলেন জেমস অ্যান্ডারসন। লর্ডস টেস্ট শুরু হওয়ার আগে চোটের জন্য তাঁর না খেলার সম্ভাবনা ছিল। তবে সবকিছুকে ছাপিয়ে ফের দাপিয়ে বেড়ালেন জিমি। অলি রবিনসন ৭৩ রানে ২ ও মার্ক উড ৯১ রানে ২ উইকেট নিলেন। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেন কেএল রাহুল। পন্থ ৩৭ রানে আউট হলেও শেষ পর্যন্ত লড়াই করে ৪০ রানে আউট হন জাডেজা।
OH JIMMY JIMMY! 🤩
— England Cricket (@englandcricket) August 13, 2021
Scorecard/Clips: https://t.co/GW3VJ3wfDv
🏴 #ENGvIND | #RedForRuth pic.twitter.com/HKfkpocong
ফের একবার জ্বলে উঠলেন জেমস অ্যান্ডারসন। যশপ্রীত বুমরা ফিরলেন সাজঘরে। এখনও পর্যন্ত লর্ডস টেস্টে ৬২ রানে ৫ উইকেট নিয়ে ফেলেছেন জিমি।
প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৫০ রান তুলে নিল ভারত। ৩১ রানে ক্রিজে রয়েছেন জাডেজা। তাঁকে সঙ্গ দিচ্ছেন ইশান্ত।
স্কোরবর্ডে বড় রান তোলার লক্ষ্যে রবীন্দ্র জাডেজা।
লাঞ্চ পর্যন্ত ৭ উইকেটে ৩৪৬ রান তুলে নিল টিম ইন্ডিয়া। ঋষভ পন্থ ৩৭ রানে আউট হলেও, ইশান্ত শর্মাকে নিয়ে লড়ছেন রবীন্দ্র জাডেজা। জাড্ডু ৩১ রানে ক্রিজে রয়েছেন।
Four wickets in the morning session 👏
— England Cricket (@englandcricket) August 13, 2021
Scorecard/Clips: https://t.co/bUTlkvVa9N
🏴 #ENGvIND | #RedForRuth pic.twitter.com/YskWhONy75
প্রথম উইকেট পেলেন মইন আলি। ৩৩৬ রানে ৭ উইকেট হারাল ভারত।
সেট হয়েও মার্ক উডের বাইরে যাওয়া বলে অহেতুক খোঁচা মেরে আউট হলেন ঋষভ পন্থ (৩৭)। ৩৩১ রানে ৬ উইকেট হারাল ভারত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy