জোরে বোলাররা দাপট দেখানোর পর ব্যাট হাতে দলকে নিয়ে এগিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। ছবি - টুইটার
সাহেবদের ১৮৩ রানে অল আউট করে দেওয়ার পর, ব্যাট হাতেও মেলে ধরলেন রোহিত (৯) ও রাহুল (৯)। ফলে প্রথম দিনের শেষে ১৩ ওভারে ২১ রান তুলে নিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের থেকে এখনও ১৬২ রানে পিছিয়ে বিরাট কোহলীর দল।
ক্রিজে জাঁকিয়ে বসতে শুরু করেছেন রোহিত ও রাহুল।
৫ ওভারের শেষে ভারতের রান ১৩। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও কে এল রাহুল।
লক্ষ্য বড় রানের লিড। সেই লক্ষ্য নিয়ে ক্রিজে এসেছেন রোহিত শর্মা ও কে এল রাহুল।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত বুমেরাং হল। যশপ্রীত বুমরা, মহম্মদ শামির দাপটে ৬৫.৪ ওভারে মাত্র ১৮৩ রানে শেষ হয়ে গেল সাহেবদের প্রথম ইনিংস। বুমরা ৪৬ রানে ৪, শামি ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন। শার্দূল নিয়েছেন ৪১ রানে ২ উইকেট। সিরাজের ঝুলিতে এসেছে একটি উইকেট। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জো রুট।
We are bowled out for 183.
— England Cricket (@englandcricket) August 4, 2021
Scorecard/Clips: https://t.co/fRI1UZ9T0A
🏴 #ENGvIND pic.twitter.com/1RrzvJnvMv
স্টুয়ার্ট ব্রডকে আউট করলেন বুমরা। ১৬০ রানে ৯ উইকেট হারাল ইংল্যান্ড।
রুটকে আউট করার পর ৫৮.৪ ওভারে অলি রবিনসনকে সাজঘরে ফেরালেন শার্দূল ঠাকুর। মাত্র ১৫৫ রানে ৮ উইকেট হারিয়ে বেশ চাপে ইংল্যান্ড।
প্রথম টেস্টের প্রথম দিন সাহেবদের সবচেয়ে বড় ধাক্কা দিলেন শার্দূল ঠাকুর। জো রুট ব্যক্তিগত ৬৪ রানে আউট হলেন।
.@imShard is introduced into the attack and he strikes straight away.
— BCCI (@BCCI) August 4, 2021
Joe Root and Robinson depart in the same over.
Live - https://t.co/TrX6JMiei2 #ENGvIND pic.twitter.com/i7IR09aojW
India on a roll this afternoon.
— England Cricket (@englandcricket) August 4, 2021
Scorecard/C;lips: https://t.co/5eQO5BWXUp#ENGvIND pic.twitter.com/OxCdKQnOP1
শেষ বেলায় ভারতীয় জোরে বোলারদের দাপট বজায় রয়েছে। এ বার যশপ্রীত বুমরা ধাক্কা দিলেন। খালি হাতে ফিরতে বাধ্য হলেন জস বাটলার।
WICKET No.2 for @Jaspritbumrah93 💥💥
— BCCI (@BCCI) August 4, 2021
Buttler edges one to the keeper. Goes for a duck.
Live - https://t.co/TrX6JMiei2 #ENGvIND pic.twitter.com/1MAnjJpFRq
ফের জ্বলে উঠলেন মহম্মদ শামি। ড্যান লরেন্সকে ফিরিয়ে সাহেবদের ফের ধাক্কা দিলেন। ১৩৮ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড।
And, that's another wicket in the bag for @MdShami11 💪💪
— BCCI (@BCCI) August 4, 2021
Dan Lawrence goes for a duck.
Live - https://t.co/TrX6JMiei2 #ENGvIND pic.twitter.com/VPHiB0bA73
প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও বিরাটবাহিনী দাপট বজায় রেখেছে। চতুর্থ উইকেটে জো রুট ও জনি বেয়ারস্টো ৭২ রান যোগ করলেও, চা পানের বিরতির কিছুক্ষণ আগে ইংরেজদের ফের ধাক্কা দিলেন শামি। ৫০.২ ওভারে ১৩৮ রান তুলতে ৪ উইকেট হারাল ইংল্যান্ড। রুট ৯১ বলে ৫২ রান ক্রিজে আছেন।
A successful review for #TeamIndia as Shami strikes at the stroke of Tea on Day 1.
— BCCI (@BCCI) August 4, 2021
Bairstow departs for 29.
Scorecard - https://t.co/TrX6JMiei2 #ENGvIND pic.twitter.com/BzoXArSmGw
ভারতের জোরে বোলারদের বিরুদ্ধে একা লড়ে ৫০তম অর্ধ শতরান পূরণ করলেন ইংরেজ অধিনায়ক।
A simply incredible achievement.@root66 👏 🏴 #ENGvIND
— England Cricket (@englandcricket) August 4, 2021
Scorecard/Clips: https://t.co/l3hrAXR72N pic.twitter.com/0hTTA6Q3w9
জনি বেয়ারস্টোকে ফিরিয়ে ইংল্যান্ডকে ফের ধাক্কা দিলেন মহম্মদ শামি। ১৩৮ রানে ৪ উইকেট হারাল সাহেবরা।
জো রুট (৩৫) ও জনি বেয়ারস্টোর (১১) ব্যাটে ঘুরে দাঁড়াতে মরিয়া সাহেবরা।
ভারতের জোরে বোলারদের দাপটে চাপ ইংরেজরা। প্রথম ইনিংসে বড় রান গড়ার জন্য সবাই এখন জো রুটের দিকে তাকিয়ে। ইংল্যান্ডের অধিনায়ক ১৮ রানে ক্রিজে রয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন জনি বেয়ারস্টো।
WICKET straight after lunch.
— BCCI (@BCCI) August 4, 2021
Shami strikes and Sibley departs for 18.
Live - https://t.co/TrX6JMiei2 #ENGvIND pic.twitter.com/WVPK13AZmK
যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের পর এ বার দলকে সাফল্য এনে দিলেন মহম্মদ শামি। ২৭.৩ ওভারে ফেরালেন ডম সিবলেকে। শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে সহজ ক্যাচ ধরেন কে এল রাহুল।
প্রথম টেস্টের প্রথম সেশন ভারতের নামে রইল। প্রথম ওভারের পঞ্চম বলে বিপক্ষের প্রথম উইকেট নিয়েছিলেন যশপ্রীত বুমরা। ইনিংসের ২১.৫ ওভারে জ্যাক ক্রলিকে আউট করে ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন মহম্মদ সিরাজ।
জ্যাক ক্রলিকে ডানহাতি জোরে বোলার মহম্মদ সিরাজ ফেরালেও যাবতীয় কৃতিত্ব কিন্তু ঋষভ পন্থের। ক্রলির ব্যাটের কানায় বল লেগে পন্থের দস্তানায় জমা পড়ে। আপিল করেন উইকেটরক্ষক। অধিনায়ক বিরাট কোহলী ও সিরাজ ব্যাটে-বলে হওয়ার ব্যাপারটা টের পাননি। তবে ডিআরএস চাইলে ভারতের পক্ষে রায় যায়। স্কোরবোর্ডে ক্রলির আউট হওয়ার মুহূর্ত ভেসে উঠতেই মুখ ঢেকে লজ্জিত বোধ করেন কোহলী।
WICKET!@mdsirajofficial picks up his first wicket on English soil.
— BCCI (@BCCI) August 4, 2021
A late review and it's a successful one as Crawley departs for 27.
Live - https://t.co/TrX6JMiei2 #ENGvIND pic.twitter.com/mGCrFSNbeG
২০ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ৪১ রান তুললো ইংল্যান্ড। জ্যাক ক্রলি ২৩ ও ডম সিবলে ১১ রানে ক্রিজে রয়েছেন।
ভারতের তিন জোরে বোলারের দাপটে ১৫ ওভারে ১ উইকেটে মাত্র ৩৩ রান তুললো জো রুটের দল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy