মাইকেল ভনকে সরিয়ে সিংহাসনে জো রুট। ছবি - টুইটার
চলতি সিরিজের পাঁচ ইনিংসে সর্বাধিক ৫০৭ রান করার সঙ্গে ইংল্যান্ডের সেরা টেস্ট অধিনায়কের তকমাও পেয়ে গেলেন জো রুট। লিডসে ভারতকে এক ইনিংস ৭৬ রানে হারিয়ে দেওয়ার পর প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনকে টপকে গেলেন বর্তমান অধিনায়ক রুট।
২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত ৫১টি টেস্টে অধিনায়কত্ব করেছিলেন ভন। জিতেছিলেন ২৬টি টেস্ট। ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি অ্যালিস্টার কুকের হাত থেকে টেস্ট দলের দায়িত্ব নেন রুট। এরপর থেকে তাঁর নেতৃত্বে ৫৫টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। জিতেছে ২৭টি ম্যাচ। ১৯টি টেস্ট ড্র করার পাশাপাশি হেরেছেন মাত্র ৭ ম্যাচে।
2️⃣7️⃣ wins as Test captain@root66 becomes our most successful skipper ever 👏
— England Cricket (@englandcricket) August 28, 2021
🏴 #ENGvIND pic.twitter.com/A5VR285aDf
এই তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন অ্যান্ড্রু স্ট্রস ও কুক। স্ট্রস ৫০টি টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন ২৪টি ম্যাচ। কুকও অধিনায়ক হিসেবে ২৪টি টেস্ট জিতেছিলেন। তিনি ৫৯টি টেস্টে অধিনায়কত্ব করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy