জোড়া উইকেট নিয়ে ভারতের আশা জিইয়ে রাখলেন মহম্মদ সিরাজ। ছবি - টুইটার
জেমস অ্যান্ডারসনের জাদুর পর দ্বিতীয় দিনের বাকিটা সময় শুধু মহম্মদ সিরাজের। শেষ বেলায় জ্বলে উঠলেন মহম্মদ শামি। ফলে জো রুটের লড়াইয়ের পরেও সাহেবদের স্কোরবোর্ডে ৩ উইকেটে ১১৯ রান। অর্থাৎ ভারত এখনও ২৪৫ রানে এগিয়ে।
তবুও দুটো কারণে খচখচানি রয়েই যাচ্ছে। প্রথমটা যদি জো রুট হয়ে থাকেন, দ্বিতীয় কারণ চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রহাণের ক্রমাগত ব্যর্থতা।
ভারত ২ উইকেটে ২৬৭ রান থেকে ৩৬৪ রানে শেষ হয়ে গেল। ৯৭ রান তুলতে শেষ ৮ উইকেট হারিয়েছে বিরাট কোহলীর দল।
Siraj takes 2 in 2 and it brings our captain to the crease.
— England Cricket (@englandcricket) August 13, 2021
Scorecard/Clips: https://t.co/GW3VJ3wfDv
🏴 #ENGvIND | #RedForRuth pic.twitter.com/Qeo8wjGrsC
কেএল রাহুল (১২৯), রোহিত শর্মা (৮৩), কোহলীর (৪২) সঙ্গে লড়লেন ঋষভ পন্থ (৩৭) ও রবীন্দ্র জাডেজা (৪০)। কিন্তু ছন্দের ধারেকাছে নেই পূজারা ও রহাণে। পূজারা তাঁর শেষ ছয় টেস্টের ১১টি ইনিংসে একটিও অর্ধ শতরান করেননি। প্রথম টেস্টের পর লর্ডসেও রহাণে ব্যর্থ।
দ্বিতীয় দিন সকালে রাহুল দ্বিতীয় বলেই ফিরে যান। বাকি সময়টা বাইশ গজ জুড়ে শুধুই জেমস অ্যান্ডারসন। পন্থ ও জাডেজা ষষ্ঠ উইকেটে ৩১ রান যোগ করলেও, ৩৯ বছরের জিমির কাছে বড্ড ম্লান ছিল ভারতের ব্যাটিং। কাফ মাসলে হালকা চোট ও জ্বর থাকায় এই টেস্টে তাঁর খেলা অনিশ্চিত ছিল। সেই অ্যান্ডারসন হেসে খেলে বিপক্ষকে ফের একবার সুইংয়ের ফাঁদে ফেলে ৬২ রানে ৫ উইকেট নিয়ে চলে গেলেন। দুটি করে উইকেট নিলেন অলি রবিনসন ও মার্ক উড।
OH JIMMY JIMMY! 🤩
— England Cricket (@englandcricket) August 13, 2021
Scorecard/Clips: https://t.co/GW3VJ3wfDv
🏴 #ENGvIND | #RedForRuth pic.twitter.com/HKfkpocong
এই নিয়ে টেস্ট কেরিয়ারে ৩১বার পাঁচ উইকেট নিলেন জিমি। জোরে বোলার হিসেবে সব থেকে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে চলে এলেন। ভারতকে দেখলেই জ্বলে ওঠেন অ্যান্ডারসন। ভারতের বিরুদ্ধে ৩২ টেস্টে এখনও পর্যন্ত ৫৯টি উইকেট নিয়ে ফেলেছেন জো রুটের বুড়ো ঘোড়া।
খেলার এখনও তিন দিন বাকি। তৃতীয় দিন সকালে সিরাজ-শামি ফের দাপট দেখাতেই পারেন। জ্বলে উঠতে পারেন যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা। তবু চিন্তা থাকছে ভারতের ছন্দ হারানো মিডল অর্ডারের জন্য।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy