অভিমন্যু ঈশ্বরণকেও নিভৃতবাসে পাঠানো হয়েছে বলে জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। —ফাইল চিত্র
ঋদ্ধিমান সাহার পর ভারতীয় দলে থাকা বাংলার আরও এক ক্রিকেটার নিভৃতবাসে। অভিমন্যু ঈশ্বরণকেও নিভৃতবাসে পাঠানো হয়েছে বলে জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার সকালে জানা গিয়েছে উইকেটরক্ষক ঋষভ পন্থ এবং থ্রো ডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানী করোনা আক্রান্ত। এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন পন্থ। দলের থেকে আলাদা করে রাখা হয়েছে দয়ানন্দকে। বিসিসিআই সচিব জয় শাহ বলেন, “৮ জুলাই করোনা আক্রান্ত হয় পন্থ। তখন থেকেই নিভৃতবাসে রয়েছে ও। দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে পন্থ। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে ডারহামেও যাবে পন্থ।”
দয়ানন্দের সংস্পর্শে আসার কারণে বোলিং প্রশিক্ষক ভরত অরুণ নিভৃতবাসে। তাঁর সংস্পর্শেই এসেছিলেন ঋদ্ধিমান এবং অভিমন্যু। তবে এঁদের তিন জনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
🚨 NEWS: #TeamIndia off to Durham; Two members test positive
— BCCI (@BCCI) July 15, 2021
Wicket-keeper batsman Rishabh Pant, who tested positive for COVID-19 on 8th July, nears completion of his self-quarantine period while training assistant/net bowler Dayanand Garani has tested positive.
Details 👇
জয় শাহ বলেন, “লন্ডনের হোটেলেই ১০ দিনের জন্য আলাদা আলাদা ঘরে নিভৃতবাসে রাখা হবে দয়ানন্দ, ঋদ্ধিমান, অভিমন্যু এবং ভরতকে।” বুধবার দয়ানন্দের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছে বোর্ড।
ভারতীয় দলে যাঁদের করোনার দ্বিতীয় ডোজ বাকি ছিল, জুলাই মাসের শুরুতে দিয়ে দেওয়া হয়েছে। ২০ জুলাই ডারহামে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ৪ অগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে করোনা সমস্যায় জর্জরিত বিরাটবাহিনী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy