ভারতীয় ক্রিকেটে বেশ কিছু দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ওয়াসিম জাফর। রবিবার যদিও নজর কাড়ল তাঁর একটি টুইট। ইংল্যান্ড ব্যাট করার সময় জো রুটের উইকেট নেন অক্ষর পটেল। সেই ঘটনা নিয়েই টুইট করেন জাফর।
জাফরের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে একটি লোক বিশাল একটা গাছ, শিকড় সমেত তুলে ধরেছেন। লোকটির গায়ে লেখা অক্ষর পটেল। জাফর বোঝাতে চেয়েছেন মাটি থেকে শিকড় উপড়ে ফেলা হয়েছে। ইংরেজি শব্দ ‘রুট’-এর অর্থ শিকড়। জাফর সেটাই বোঝাতে চেয়েছেন। অভিষেক ম্যাচে অক্ষরের প্রথম উইকেটটি রুটের।
অক্ষরের বলের গতি, বাউন্স কোনওটাই বুঝতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক। রুটের ব্যাটে বল লেগে তা ধরা পড়ে রবিচন্দ্রন অশ্বিনের হাতে। মুল্যবান উইকেট পেয়ে যায় ভারত। ১৩৪ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। ১৯৫ রানের লিড পেয়ে যান বিরাটরা। ব্যাট করতে নেমেও ভাল শুরু করেছে ভারত। দিনের শেষে ২৪৯ রানে এগিয়ে রয়েছেন রোহিত শর্মারা।
#UpRooted #INDvsENG pic.twitter.com/zCUTqYx9nh
— Wasim Jaffer (@WasimJaffer14) February 14, 2021
উত্তরাখন্ড ক্রিকেট দলের কোচ ছিলেন জাফর। কিছু দিন আগে সেই পদ থেকে ইস্তফা দেন তিনি। তাঁর বিরুদ্ধে নিজের ধর্মকে প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠেছিল। একাধিক ক্রিকেটার যদিও জাফরের পাশেই দাঁড়িয়েছিলেন।