বিরাট কোহালির সিটি। ছবি: টুইটার থেকে
প্রথম ইনিংসে ৩২৯ রান তুলে ভাল জায়গা ভারত। ইংল্যান্ডের ব্যাটসম্যানদেরও বেশ বেকায়দায় ফেলে দিয়েছেন ভারতীয় বোলাররা। এমন একটা সময় ফিল্ডিং করার সময় দর্শকদের চাঙ্গা করতে সিটি দেন বিরাট কোহালি। ভারত অধিনায়ক হাত তুলে উজ্জীবিত করতে থাকেন দর্শকদের। হতাশ করেননি তাঁরাও।
আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস দলে প্রায়ই শোনা যায় ‘হুইসল পোড়ু’। রবিবার সেই ভূমিকায় দেখা গেল বিরাটকে। দর্শক আসন থেকেও দেখা গেল বিরাটের সিটির পাল্টা সাড়া দিতে। ভারতের হয়ে চিৎকার করতে শোনা যায় তাঁদের। ম্যাচের রাশও রয়েছে ভারতের হাতেই।
চিপকের পিচে প্রথম দিন থেকেই বল ঘুরছে। সেই ঘূর্ণি সামলাতে ব্যর্থ হলেন জো রুটরা। ভারতীয় স্পিনাররাই নিয়ে গেলেন ৭ উইকেট। তার মধ্যে ৫টি উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং ২টি অক্ষর পটেল। অভিষেক ম্যাচেই অক্ষর পেলেন জো রুটের উইকেট। ব্যাট করতে নেমে কত বড় লিড নিতে পারেন রোহিতরা সেই দিকেই তাকিয়ে সমর্থকরা।
When in Chennai, you #WhistlePodu! 👌👌#TeamIndia skipper @imVkohli egging the Chepauk crowd on & they do not disappoint. 👏👏 @Paytm #INDvENG
— BCCI (@BCCI) February 14, 2021
Follow the match 👉 https://t.co/Hr7Zk2kjNC pic.twitter.com/JR6BfvRqtZ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy