টি২০ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিল ভারত। ছবি: পিটিআই
টেস্ট সিরিজে জয়ের পর বিরাট কোহলীদের সামনে নতুন লক্ষ্য টি২০ সিরিজ। লাল বলের খেলা সেরে এ বার প্রস্তুতি শুরু হয়ে গেল সাদা বলে। বেশ কিছু নতুন মুখ রয়েছে দলে। অনুশীলনে তাঁদের দেখা গেল নিজেদের উজাড় করে দিতে।
ভারতীয় বোর্ডের তরফে মঙ্গলবার একটি টুইট পোস্ট করা হয়। তাতে দেখা যায় অনুশীলনে মগ্ন কোহলী, লোকেশ রাহুল, শিখর ধওয়নরা। কখনও দেখা গেল কোহলীকে কভার ড্রাইভ মারতে, কখনও বল মাঠের বাইরে পাঠালেন ধওয়নরা। বল হাতে দেখা গেল নবদীপ সাইনি এবং শার্দূল ঠাকুরকেও।
Preparations on in full swing in Ahmedabad ahead of the @Paytm T20I series against England 💪#TeamIndia #INDvENG @GCAMotera pic.twitter.com/6Ij70gwe3i
— BCCI (@BCCI) March 9, 2021
হার্দিক পান্ড্যও টুইট করেন তাঁর অনুশীলনের ভিডিয়ো। সেখানে দেখা যায় বলের দিকে না তাকিয়েই একের পর এক বল মাঠের বাইরে পাঠাচ্ছেন হার্দিক। তাঁর সেই শট মন কেড়েছে নেটাগরিকদের। টুইট করেন সূর্যকুমার যাদবও। প্রথম বার ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন তিনি। সূর্যকুমার লেখেন, ‘নীল রঙ, ব্যাট এবং ২২ গজ। ঘরের মতোই মনে হচ্ছে’।
Preparation done ✅
— hardik pandya (@hardikpandya7) March 9, 2021
Can’t wait to get on the field on 12th 🌪 pic.twitter.com/Nyr6Bys2EF
১২ মার্চ থেকে শুরু টি২০ সিরিজ। নীল রঙের জার্সিতে দেখা যাবে কোহলীদের। অপেক্ষায় সমর্থকরা, অপেক্ষায় সূর্যকুমাররাও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy