সূর্যকুমার যাদব। ফাইল ছবি
ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন লড়াই করার পর অবশেষে জাতীয় দলে সুযোগ। খবর শুনে কেঁদে ফেলেছিলেন সূর্যকুমার যাদব। জানিয়েছেন, বিরাট কোহালির অধীনে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। পাশাপাশি, কোহালির অনুশীলন থেকেও নতুন কিছু শিখতে চান তিনি।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, রোহিত শর্মা-সহ ভারতের একাধিক প্রথম সারির ক্রিকেটার রয়েছেন। কোহালি কী ভাবে অনুশীলন করেন তা সূর্য জানতে চাইতেন হার্দিকের থেকেই।
ভারতীয় বোর্ডের ওয়েবসাইটে বলেছেন, “বিরাট মাঠে এত ভাল খেলে। কী করে ও অনুশীলন করে সেটা জানতে চাইতাম হার্দিকের কাছে। হার্দিক আমাকে বলত বিরাটের অনুশীলন বাকি সবার থেকে আলাদা। ব্যাটিং হোক বা ফিল্ডিং, বিরাটের শক্তি অন্য ধরনের। মাঠেও সেটারই প্রতিফলন দেখা যায়। সামনাসামনি দেখা হলে এই জিনিসটাই আমি বিরাটের থেকে শিখতে চাই।”
কোহালির অধীনে খেলার জন্য কতটা মুখিয়ে সেটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, “প্রথমে আগে আমদাবাদ পৌঁছে দলের পরিবেশটা বুঝে নেওয়ার চেষ্টা করব। বরাবর বিরাটের অধীনে খেলার স্বপ্ন দেখে এসেছি। যত দ্রুত পারব ওর থেকে বিভিন্ন জিনিস শিখে নেওয়ার চেষ্টা করব। ওর বিরুদ্ধে আইপিএলে খেলেছি। যে ভাবে মাঠে ও আগ্রাসন দেখায় তা অসাধারণ। গোটা দলকে চাঙ্গা রাখে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy