সমস্যায় বার্নস। ফাইল ছবি
আমদাবাদ টেস্টে ১০ উইকেটে হারের ঘোর এখনও কাটেনি। এর মধ্যেই ইংরেজ শিবিরে আচমকাই শুরু হল গোলমাল। তা-ও আবার একটি টুইটকে ঘিরে। যদি কোচ ক্রিস সিলভারউড এই বিতর্ককে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।
তৃতীয় টেস্ট দু’দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার পরেই বিতর্কের সূত্রপাত। ইংল্যান্ডের মহিলা দলের ক্রিকেটার অ্যালেক্স হার্টলে টুইট করেন, “আজ রাতে মহিলা দল খেলতে নামার আগেই ইংল্যান্ডের ছেলেরা খেলা শেষ করে দিল। দেখে ভাল লাগছে।”
পাল্টা উত্তর দিয়ে ইংল্যান্ডের ওপেনার রোরি বার্নস লেখেছেন, “ছেলেরা সবসময় মেয়েদের ক্রিকেটকে সমর্থন করে এসেছে। তারপরেও এরকম আচরণ দেখে আমি হতাশ।” তাঁর টুইটে ‘লাইক’ করে সমর্থন জানান জেমস অ্যান্ডারসন এবং বেন স্টোকস। এরপরেই সেই টুইট মুছে দেন বার্নস।
Nice of the England boys to get this test match finished just before England Women play tonight 👏🏽👏🏽👏🏽👏🏽
— Alexandra Hartley (@AlexHartley93) February 25, 2021
Catch them on @btsportcricket #INDvENG #bbccricket #NZvENG
জানা গিয়েছে, বার্নস টুইট করার পরেই ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট তাঁর সঙ্গে গিয়ে কথা বলেন। তাঁকে সতর্ক করে দেওয়া হয়। পরে আবার হার্টলে টুইট করে বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন বার্নস।
ক্রিস সিলভারউড বলেছেন, “মাঠের বাইরে কী হচ্ছে সে দিকে না তাকিয়ে মাঠের ভেতরের ঘটনার দিকেই ক্রিকেটাররা মন দিলে ভাল।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy