চেন্নাইয়ের মাঠে রোহিত শর্মার ব্যাট থেকে শনিবার এল ঝকঝকে ১৬১ রানের ইনিংস। সেই ইনিংসের মাঝে একাধিক সুইপ যেমন মেরেছেন রোহিত, তেমনই বেশ কিছু ড্রাইভও মেরেছেন। সেরকম এক ড্রাইভ দেখেই সাজঘরে বসে থাকা বিরাট কোহালি আনন্দে চিৎকার করে উঠলেন।
মাঠে উপস্থিত থাকা ১৫ হাজার দর্শক তারিয়ে তারিয়ে উপভোগ করলেন রোহিতের এই ইনিংস। স্টুয়ার্ট ব্রডের বলে ম্যাচের তৃতীয় ওভারে ড্রাইভটি মারেন রোহিত। সাজঘরে বসে থাকা বিরাটকে দেখা যায় চিৎকার করে রোহিতের প্রশংসা করছেন, উৎসাহিত করছেন এরকম শট আরও খেলার জন্য। ২৩১ বলে ১৬১ রান করেন রোহিত। মেরেছেন ১৮টি চার, ২টি ছয়।
টস জিতে শনিবার ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। দিনের শেষে ভারত ৩০০ রান তোলে ৬ উইকেট হারিয়ে। প্রথম দিন থেকেই যে ভাবে পিচে বল ঘুরছে, তাতে রবিচন্দ্রন অশ্বিনরা যে খুব স্বস্তিতে থাকতে দেবেন জো রুটদের, এমনটা মনে করছেন না সমর্থকরা।
Delectable drive from @ImRo45 👌
— BCCI (@BCCI) February 13, 2021
Applause from #TeamIndia skipper @imVkohli 👏
Loud cheer from the Chepauk crowd 👍
Watch that moment 🎥👉 https://t.co/rilK59Ik2n@Paytm #INDvENG pic.twitter.com/7xdkGB0xkF
Yes boy ! : Virat Kohli
— 🄿 ♚ (@Rarefieed) February 13, 2021
applauding Rohit Sharma 's glorious cover drive.💙
#RohitSharma #INDvENG pic.twitter.com/4v7CAYz4KI