মারমুখী কোহলী। ছবি টুইটার
সিরিজ ১-১। ভারত জিতল ৭ উইকেটে। জর্ডানকে পরপর চার এবং ছয় মেরে জয় নিশ্চিত করলেন কোহলী (অপরাজিত ৭৩)। টি-টোয়েন্টি ফরম্যাটে ৩০০০ রানও হয়ে গেল তাঁর।
১৬ ওভার। ভারত ১৪৭-৩।
অর্ধশতরান। টম কারেনকে ছয় মেরে ৫০ পেরোলেন কোহলী।
উইকেট। ক্রিস জর্ডানকে পরপর চার-ছয় মেরে স্কোরবোর্ডে দ্রুত রান তুলছিলেন। কিন্তু সেই জর্ডানের বলেই ফিরতে হল পন্থকে। ২৬ রান করলেন তিনি।
একশোর গন্ডি পেরিয়ে গেল ভারত।
উইকেট। অর্ধশতরান করেই ফিরতে হল ঈশানকে। রশিদের বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লু হলেন।
অর্ধশতরান। আদিল রশিদকে পরপর দুটি ছয় মেরে অর্ধশতরান পূরণ করলেন ঈশান।
৮ ওভার। ভারত ৭৫-১।
ঝড় তোলা ঈশানের ক্যাচ ফেলে দিলেন বেন স্টোকস। ব্যক্তিগত ৪১ রানের মাথায় প্রাণ ফিরে পেলেন ঈশান।
৬ ওভার। ভারত ৫০-১। টম কারেনের ওভারে এল ১৬ রান। এর মধ্যেই ঈশানই নিলেন ১৫। ৫০ রান পূর্ণ হল জুটির।
২ ওভার। ভারত ৬-১।
উইকেট। প্রথম ওভারেই আউট রাহুল। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে রানের খাতা খুলতে পারলেন না।
শুরু হল ভারতের ইনিংস।
২০ ওভার। ইংল্যান্ড ১৬৪-৬। বড় রান তুলতে ব্যর্থ ইংরেজরা। ভারতের সামনে সিরিজে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ।
উইকেট। শেষ ওভারে মারতে গিয়ে তৃতীয় বলে ফিরলেন বেন স্টোকস। শার্দূলের বলে ২৪ রানে হার্দিকের হাতে ক্যাচ দিলেন।
১৮ ওভার। ইংল্যান্ড ১৪৯-৫।
উইকেট। ২৮ রানে ফিরলেন মর্গ্যান। শার্দূলের বলে পুল করতে গিয়েছিলেন। সময়ের ভুলে ক্যাচ ওঠে, লোফেন পন্থ।
উইকেট। ছয় মারতে গিয়ে আউট বেয়ারস্টো। সুন্দরের বলে ২০ রানে ফিরলেন। দুরন্ত ক্যাচ নিলেন সূর্যকুমার যাদব।
উইকেট। ৪৬ রানে ফিরলেন জেসন রয়। ওয়াশিংটনের বলে ছয় মারতে গিয়েছিলেন। সীমানার ধারে ক্যাচ নেন ভুবনেশ্বর।
উইকেট। অবশেষে সাফল্য। ভাঙল জুটি। মালানকে ফিরিয়ে দিলেন চহাল।
৮ ওভার। ইংল্যান্ড ৬৪-১। ভারতীয় বোলারদের পিটিয়ে স্কোরবোর্ড সচল রেখেছেন রয় এবং মালান।
৬ ওভার। ইংল্যান্ড ৪৪-১।
৫ ওভার। ইংল্যান্ড ৩৭-১।
৪ ওভার। ইংল্যান্ড ৩০-১। প্রাথমিক ধাক্কা সামলে খেলছেন জেসন রয় (১৫) এবং মালান (১১)।
শেষ বার ২০১৯-এর ডিসেম্বরে উইকেট পেয়েছিলেন ভুবনেশ্বর।
২ ওভার। ইংল্যান্ড ১২-১।
উইকেট। তৃতীয় বলেই জস বাটলারকে ফিরিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার। এলবিডব্লিউ হলেন তিনি।
কোহলী: শিখর ধাওয়ান এই ম্যাচে খেলছে না। ঈশান আমাদের হয়ে ওপেন করবে। সূর্যকুমার এসেছে অক্ষর পটেলের জায়গায়। আইপিএলে বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে খেলে ওরা ইতিমধ্যেই নিজেদের প্রমাণ করেছে।
BIG DAY for @surya_14kumar & @ishankishan51 who are all set for their T20I debuts 😎😎
— BCCI (@BCCI) March 14, 2021
What a moment for these two 🧢💙 #TeamIndia 🇮🇳🇮🇳#INDvENG @Paytm pic.twitter.com/cFVVxDgvIO
অইন মর্গ্যান: ভারতের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের আগে খেলে নেওয়ায় অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছি। আমাদের দলে একটাই বদল। মার্ক উডের বদলে এসেছে টম কারেন।
টসে জিতলেন বিরাট কোহলী। প্রথমে বল করবে ভারত।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়েছিল ভারত। হেরেছিল আট উইকেটে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তাই দলে জোড়া বদল আনলেন বিরাট কোহলী। দলে এলেন ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব। দু’জনেরই জাতীয় দলের হয়ে অভিষেক হচ্ছে।
রবিবার ম্যাচের আগেই দু’জনের হাতে টুপি তুলে দেওয়া হয়। প্রথম ম্যাচে হারের পর থেকেই সূর্যকুমারকে খেলানোর দাবি উঠেছিল। সেই দাবিই মান্যতা পেল। কোহলীর থেকে টুপি পেয়ে রীতিমতো আপ্লুত হয়ে পড়েন ঈশান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy