Advertisement
২৫ নভেম্বর ২০২৪
India vs England 2021

চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ৩৯/১, শেষ দিন জিততে কোহালিদের দরকার ৩৮১ রান

৩৩৭ রানে শেষ হয়ে গিয়েছে ভারতের ইনিংস। ৮৫ রানে অপরাজিত ছিলেন ওয়াশিংটন।

উইকেট নেওয়ার পর অশ্বিনকে অভিবাদন কোহালি, পূজারাদের।

উইকেট নেওয়ার পর অশ্বিনকে অভিবাদন কোহালি, পূজারাদের। ছবি পিটিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩২
Share: Save:

খেলা শেষ। আর কোনও উইকেট পতন হল না। ভারতের স্কোর ৩৯/১। ক্রিজে রয়েছেন পূজারা (অপরাজিত ১২) এবং শুভমন (অপরাজিত ১৫)। ইংল্যান্ডের হয়ে একমাত্র উইকেট লিচের।

১৩ ওভার। ধরে খেলছেন শুভমন এবং চেতেশ্বর পূজারা। বাকি সময়ে যাতে উইকেট না হারাতে হয় সেই চেষ্টা করছেন।

উইকেট। প্রথম উইকেট পতন ভারতের। দুরন্ত বলে রোহিতকে ফেরালেন লিচ। বল লেগ স্টাম্পে পড়ে অফ স্টাম্প উড়িয়ে দিল। ১২ রানে ফিরলেন রোহিত।

ভারতের ইনিংস শুরু। ওপেনিং করতে নামলেন রোহিত শর্মা এবং শুভমন গিল।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ। ৪৭তম ওভারে পরপর দুটি উইকেট অশ্বিনের। প্রথমে আর্চারকে (৫) বোল্ড করেন। তৃতীয় বলে জেমস অ্যান্ডারসনকে নিজের বলেই ক্যাচ ধরেন। ১৭৮ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস। এগিয়ে ৪১৯ রানে। ৬১ রানে ৬ উইকেট নিলেন অশ্বিন।

উইকেট। ইনিংসের চতুর্থ উইকেট তুলে নিলেন অশ্বিন। ফিরলেন বেস। পায়ের পিছনে লেগেছিল। রিভিউ চেয়েছিলেন বেস। আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকল। ২৫ করে ফিরলেন বেস।

উইকেট। অবশেষে জুটি ভাঙল। বাটলারকে (২৪) ফিরিয়ে দিলেন নাদিম। ইনিংসে দ্বিতীয় উইকেট পেলেন তিনি। সুইপ করতে মিস করেন বাটলার। ক্যাচ নিলেন পন্থ।

৪০ ওভার। ইংল্যান্ডের স্কোর ১৬০/৬। ক্রিজে রয়েছেন বাটলার (অপরাজিত ২৩) এবং ডম বেস (অপরাজিত ২১)। চেষ্টা করেও ভারতীয় বোলাররা এই জুটিতে ভাঙতে পারছেন না। ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় ইনিংসে একটাও ওভার করেননি। তাঁর চোট রয়েছে কিনা বোঝা যাচ্ছে না। ইংল্যান্ড এগিয়ে রয়েছে ৪০৬ রানে।

উইকেট। দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট পেলেন শাহবাজ নাদিম। রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন পোপ। কভারে রোহিত শর্মা তাঁকে তালুবন্দি করেন।

চা-বিরতি। ইংল্যান্ডের স্কোর ১১৯/৫। ক্রিজে রয়েছেন পোপ (অপরাজিত ১৮) এবং জস বাটলার (অপরাজিত ১৪)।

উইকেট। ফিরে গেলেন জো রুট। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন। বুমরার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন তিনি। ৩২ বলে ৪০ রান করেছেন ইংরেজ অধিনায়ক। ইংল্যান্ড এগিয়ে ৩৪২ রানে।

উইকেট। ক্রিজে দীর্ঘস্থায়ী হলেন না স্টোকসও। ১৯তম ওভারের প্রথম বলেই অশ্বিন তুলে নিলেন তাঁকে। কভারে মারতে গিয়ে খোঁচা দিলেন। ক্যাচ জমা পড়ল পন্থের হাতে। ৭ রানে ফিরলেন স্টোকস। নামলেন অলি পোপ। ইংল্যান্ড ৭১/৪।

উইকেট। ড্যান লরেন্সকে ফেরালেন ইশান্ত শর্মা। ভারতের তৃতীয় পেসার হিসেবে টেস্টে ৩০০ উইকেট হল তাঁর। ১৮ রানে এলবিডব্লিউ হলেন লরেন্স।

১৫ ওভার। ঝোড়ো মেজাজে খেলছেন রুট। ১১ বলে ২১ রান করেছেন। মেরেছেন চারটি চার। অপরপ্রান্তে ১৮ রানে অপরাজিত ড্যান লরেন্স।

উইকেট। ফের ঝটকা দিলেন অশ্বিন। এবার ফেরালেন সিবলিকে। লেগ স্লিপে ক্যাচ নিলেন পূজারা। ৩৭ বলে ১৬ করে ফিরলেন সিবলি।

মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু। চার মেরে অশ্বিনকে স্বাগত জানালেন ড্যান লরেন্স।

মধ্যাহ্নভোজের বিরতি। ইংল্যান্ড ১/১। ক্রিজে ড্যান লরেন্স এবং ডম সিবলি।

উইকেট। ইংল্যান্ডের ইনিংস শুরুর প্রথম বলেই ঝটকা দিলেন অশ্বিন। দুরন্ত লেংথে রাখা বল রোরি বার্নসের ব্যাট ছুয়ে জমা পড়ল অজিঙ্ক রাহানের হাতে।

ইংল্যান্ডের ইনিংস শুরু। প্রত্যাশামতোই ফলো-অন করালেন না জো রুট। প্রায় ৯৬ ওভার বল করেছেন ইংরেজ বোলাররা। তাদের একটু বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত।

৯৫.৫ ওভার। জীবনের প্রথম শতরান করার সুযোগ থাকলেও হাতছাড়া হল ওয়াশিংটন সুন্দরের। ৮৫ রানে অপরাজিত থেকে গেলেন তিনি। ভারত পিছিয়ে ২৪১ রানে। তবে ফলো-অন হয়তো করাবে না ইংল্যান্ড।

উইকেট। ভারতের শেষ উইকেটেরও পতন হল। ফিরে গেলেন যশপ্রীত বুমরা। ৩৩৭-য়ে শেষ ভারতের ইনিংস। অ্যান্ডারসনের বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। অনেকটা ঝাঁপিয়ে পড়ে প্রায় মাটির মুখ থেকে দুরন্ত ক্যাচ নিলেন স্টোকস।

উইকেট। বাউন্সার দিলেন অ্যান্ডারসন। ঠিক মতো খেলতেই পারলেন না ইশান্ত। তাঁর ব্যাটে লেগে বল জমা পড়ল শর্ট লেগে অলি পোপের হাতে। ৪ রান করে ফিরলেন ইশান্ত। নামলেন যশপ্রীত বুমরা।

৯৩ ওভার। ভারত ৩২২/৮। কিছুক্ষণ আগেই জেমস অ্যান্ডারসনকে বাউন্ডারির বাইরে পাঠালেন সুন্দর। ভয়ঙ্কর ফর্মে রয়েছেন তিনি। ফলো-অন বাঁচাতে এখনও ৫৭ রান দরকার ভারতের।

উইকেট। ফিরে গেলে অশ্বিনের পরে নামা শাহবাজ নাদিম। আবার উইকেট লিচের। অফ স্টাম্পের বাইরে বেরনো বলে স্লিপে বেন স্টোকসের হাতে খোঁচা দিলেন তিনি। ১২ বল খেললেও রান করতে পারেননি।

উইকেট। লিচের বলে ফিরে গেলেন অশ্বিন। ড্রাইভ করতে চেয়েছিলেন। সঠিক ভাবে ব্যাটে-বলে হয়নি। সিলি পয়েন্টে ক্যাচ নিলেন জস বাটলার। ৯১ বলে ৩১ করে ফিরলেন অশ্বিন। ভারতের স্কোর ৮৮ ওভারে ৩০৭/৭।

৮০ ওভার। ভারত ২৮৪/৬। অর্ধশতরান পূরণ করলেন ওয়াশিংটন সুন্দর। অপরাজিত রয়েছেন ৫৩ রানে।

৭৯ ওভার। ভারত ২৭৯/৬। হঠাৎ করে চালিয়ে খেলছেন ভারতীয় ব্যাটসম্যানরা। কিছুক্ষণ আগেই বেসকে ছয় মেরেছেন অশ্বিন (অপরাজিত ১৫)। হাত খুলেছেন সুন্দরও (অপরাজিত ৪৮)।

চতুর্থ দিনের খেলা শুরু। ডম বেসকে দিয়ে বোলিং শুরু করালেন জো রুট। প্রথম পাঁচটি বল খেলে দিলেও ষষ্ঠ বলে চার মারলেন সুন্দর।

তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে অনেকটাই ব্যাকফুটে রয়েছে ভারত। ২৫৭ রানে ৬ উইকেট হারিয়েছে তারা। চতুর্থ দিনে ফলো-অন এড়ানোই আপাতত লক্ষ্য ভারতীয় দলের। কিন্তু কাজটা অনেকটাই কঠিন। ফলো-অন এড়াতে গেলে এখনও ১২২ রান তুলতে হবে ভারতকে। হাতে মাত্র চারটি উইকেট।

রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর রয়েছেন ক্রিজে। এঁদের যে কোনও একজন ফিরে গেলে প্রবল চাপে পড়ে যাবে ভারত। পরের দিকে যাঁরা রয়েছেন তাঁদের দীর্ঘক্ষণ ক্রিজে টিকে থাকার দক্ষতা নেই। ফলে যাবতীয় ভরসা অশ্বিন-সুন্দর জুটির উপরেই।

পিচ ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। স্পিনারদের পক্ষে আরও সহায়ক হয়ে উঠছে। ফলে অশ্বিন এবং সুন্দর দু’জনকেই খুব সাবধানে থাকতে হবে। তৃতীয় দিন দারুণ বল করেছেন ডম বেস। তাঁকে সামলানোও চ্যালেঞ্জ হতে চলেছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy