Advertisement
০৫ নভেম্বর ২০২৪
দেখে শুনে খেলে দলকে এগিয়ে নিয়ে গেলেন কে এল রাহুল।

দেখে শুনে খেলে দলকে এগিয়ে নিয়ে গেলেন কে এল রাহুল। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৩:১৭
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ২২:৫২ key status

এখনও বৃষ্টি হচ্ছে, তৃতীয় দিনের খেলা বন্ধ করলেন দুই আম্পায়ার

জোরদার বৃষ্টির জন্য তৃতীয় দিনের খেলার অনেকটা অংশ নষ্ট হয়ে গেল। বিশেষ করে তৃতীয় সেশনের খেলা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১১ ওভারের খেলা হওয়ার পরেই বৃষ্টির জন্য ফের খেলা বন্ধ হয়ে যাটইয় ক্রিজে রয়েছেন দুই ওপেনার ডম সিবলে ও রোরি বার্নস। ভারত ৭০ রানে এগিয়ে রয়েছে। চতুর্থ দিন সকালে নতুন বলে ভারতীয় জোরে বোলারদের দাপট দেখার জন্য ক্রিকেট দুনিয়া। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ২২:৩৮ key status

এখনও বৃষ্টির আশঙ্কা রয়েছে

ট্রেন্ট ব্রিজের আকাশে এখনও মেঘ। বৃষ্টি বন্ধ না হলে খেলা শুরু হতে পারে। বিসিসিআই-এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।  

Advertisement
timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ২১:৪৭ key status

বৃষ্টির জন্য ফের খেলা স্থগিত

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১১ ওভারের খেলা হওয়ার পরেই বৃষ্টির জন্য ফের খেলা বন্ধ হয়ে গেল। ক্রিজে রয়েছেন দুই ওপেনার ডম সিবলে ও রোরি বার্নস। ভারত ৭০ রানে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ২০:৫৭ key status

দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেটের খোঁজে কোহলীর ভারত

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা উইকেট নিতে মরিয়া। ৬ ওভারের শেষে ইংল্যান্ডের রান ১১। ভারত এখনও ৮৪ রানে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ২০:২৪ key status

২৭৮ রানে অল আউট ভারত

কে এল রাহুলের ৮৪ ও জাডেজার ৫৬ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ২৭৮ রান করল ভারত। শেষের দিকে যশপ্রীত বুমরা করেন ২৫ রান। দশম উইকেটে বুমরা ও সিরাজ ২৬ বলে ৩৩ রান যোগ করেন। ফলে ৯৫ রানের মূল্যবান লিড পেল বিরাট কোহলীর দল। অলি রবিনসন ৮৫ রানে ৫ ও অ্যান্ডারসন ৫৪ রানে ৪ উইকেট নিলেন। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৯:৫৮ key status

মহম্মদ শামি আউট, ৯ উইকেট হারাল ভারত

২৪৫ রানে ৯ উইকেট হারাল ভারত। লিড মাত্র ৬২ রানের। 

Advertisement
timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৯:৩২ key status

অর্ধ শতরান করে আউট হলেন রবীন্দ্র জাডেজা

ব্যক্তিগত ৫৬ রানে ফিরলেন জাডেজা। ৮ উইকেট হারিয়ে ২৩২ রান তুললো ভারত। লিড মাত্র ৪৯ রানের। 

কাজে এল না অর্ধ শতরান। ফিরলেন জাডেজা।

কাজে এল না অর্ধ শতরান। ফিরলেন জাডেজা। ছবি - টুইটার

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৯:০৮ key status

খালি হাতে ফিরলেন শার্দূল ঠাকুর

ফের ভয়ঙ্কর হয়ে উঠলেন জেমস অ্যান্ডারসন। ২০৫ রান তুলতে গিয়ে ৭ উইকেট হারাল ভারত। লিড মাত্র ২২ রানের। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৯:০৪ key status

৮৪ রানে আউট রাহুল, চাপে ভারত

জেমস অ্যান্ডারসনের বলে একবার বেঁচে গেলেও এ বার শেষ রক্ষা হল না। জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন এই ওপেনার। ২০৫ রানে ৬ উইকেট হারাল ভারত। লিড মাত্র ২২ রানের। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৮:৪৫ key status

মধ্যাহ্নভোজের পর বেঁচে গেলেন রাহুল

জেমস আন্ডারসনের বলে রাহুলের সহজ ক্যাচ ফেলে দিলেন জো রুট। রাহুল তখন ৭৮ রানে ব্যাট করছিলেন। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৮:১০ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ৮ রানের লিড পেল ভারত

ইংল্যান্ডের ১৮৩ রানের জবাবে প্রথম ইনিংসে ভারতের স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৯১ রান। কে এল রাহুল ২০২ বলে ৭৭ ও রবীন্দ্র জাডেজা ৫৩ বলে ২৭ রানে অপরাজিত রয়েছেন। জেমস অ্যান্ডারসন ৩৩ রান ২ ও অলি রবিনসন ৫৫ রানে ২ উইকেট নিয়েছেন। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৭:৫৩ key status

৬৪ ওভারের শেষে ৫ উইকেটে ভারতের রান ১৮৩

টেস্টে ২০০০ রান পূর্ণ করলেন রবীন্দ্র জাডেজা। তিনি ২৪ রানে ব্যাট করছেন। ৭২ রানে ক্রিজে রয়েছেন কে এল রাহুল। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৭:১৫ key status

৫৬ ওভারে ৫ উইকেটে ভারতের রান ১৫৮

এখনও ইংল্যান্ডের থেকে ২৫ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাডেজাকে নিয়ে ক্রিজে লড়ছেন কে এল রাহুল। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৬:৫১ key status

ফের ব্যাট হাতে ব্যর্থ ঋষভ পন্থ

অলি রবিনসনের স্লোয়ার বুঝতে না পেরে কভারে থাকা জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ২৫ রানে আউট হলেন ঋষভ পন্থ। ১৪৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ভারত। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৬:৩৮ key status

ফের খেলা শুরু

মাঠে নামল দুই দল। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৬:২৫ key status

ফের শুরু হল বৃষ্টি

দুই দলের অপেক্ষা আরও বাড়ছে। ট্রেন্ট ব্রিজের আকাশ থেকে কালো মেঘ সরছে না। এর ফলে তৃতীয় দিনের ওভার কাটা যাবে। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৫:৫৫ key status

থামল বৃষ্টি, খেলা শুরু হওয়ার অপেক্ষা

বৃষ্টি থেমেছে। মাঠ শুকিয়ে ফেলার কাজ চলছে জোরকদমে। দুই দল মাঠে নামার অপেক্ষায়। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৫:৪৯ key status

এখনও ৫১ রানে পিছিয়ে কোহলীর ভারত

৪৮.৩ ওভারে ৪ উইকেটে ১৩২ রান তুলেছে ভারত। রাহুল ৫৮ ও পন্থ ১৩ রানে ক্রিজে রয়েছেন। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৫:৪৩ key status

ফের শুরু বৃষ্টি, বন্ধ খেলা

মাঠে বল পড়ার আগে আকাশ ছিল পরিষ্কার। তবে ইংল্যান্ডের আবহাওয়াকে কেন খামখেয়ালি বলা হয়, সেটা ফের বোঝা গেল। মাত্র ১১ বলের খেলা হতেই নেমে এল বৃষ্টি। সাজঘরে ফেরত গেল দুই দল। 

timer শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৫:৩০ key status

তৃতীয় দিনের খেলা শুরু

বল হাতে শুরু করলেন জেমস অ্যান্ডারসন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE