দেখে শুনে খেলে দলকে এগিয়ে নিয়ে গেলেন কে এল রাহুল। ফাইল চিত্র
জোরদার বৃষ্টির জন্য তৃতীয় দিনের খেলার অনেকটা অংশ নষ্ট হয়ে গেল। বিশেষ করে তৃতীয় সেশনের খেলা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১১ ওভারের খেলা হওয়ার পরেই বৃষ্টির জন্য ফের খেলা বন্ধ হয়ে যাটইয় ক্রিজে রয়েছেন দুই ওপেনার ডম সিবলে ও রোরি বার্নস। ভারত ৭০ রানে এগিয়ে রয়েছে। চতুর্থ দিন সকালে নতুন বলে ভারতীয় জোরে বোলারদের দাপট দেখার জন্য ক্রিকেট দুনিয়া।
Update: Play has been abandoned for the day. #ENGvIND
— BCCI (@BCCI) August 6, 2021
Rain brings another early end to play.
— England Cricket (@englandcricket) August 6, 2021
We will resume tomorrow on 25/0.
Scorecard/Clips: https://t.co/r0TlS0BHj5#ENGvIND pic.twitter.com/2gAMdMJUia
ট্রেন্ট ব্রিজের আকাশে এখনও মেঘ। বৃষ্টি বন্ধ না হলে খেলা শুরু হতে পারে। বিসিসিআই-এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
UPDATE - Play to resume at 1745 local (10.15 PM IST) if no more rain.#ENGvIND https://t.co/jHcmdeoy0L
— BCCI (@BCCI) August 6, 2021
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১১ ওভারের খেলা হওয়ার পরেই বৃষ্টির জন্য ফের খেলা বন্ধ হয়ে গেল। ক্রিজে রয়েছেন দুই ওপেনার ডম সিবলে ও রোরি বার্নস। ভারত ৭০ রানে এগিয়ে রয়েছে।
Rain has stopped play again, but it looks like it may clear soon. #ENGvIND pic.twitter.com/vN42sBtNuf
— BCCI (@BCCI) August 6, 2021
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা উইকেট নিতে মরিয়া। ৬ ওভারের শেষে ইংল্যান্ডের রান ১১। ভারত এখনও ৮৪ রানে এগিয়ে রয়েছে।
কে এল রাহুলের ৮৪ ও জাডেজার ৫৬ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ২৭৮ রান করল ভারত। শেষের দিকে যশপ্রীত বুমরা করেন ২৫ রান। দশম উইকেটে বুমরা ও সিরাজ ২৬ বলে ৩৩ রান যোগ করেন। ফলে ৯৫ রানের মূল্যবান লিড পেল বিরাট কোহলীর দল। অলি রবিনসন ৮৫ রানে ৫ ও অ্যান্ডারসন ৫৪ রানে ৪ উইকেট নিলেন।
The moment Robbo took his first five-wicket haul in Test cricket 👏
— England Cricket (@englandcricket) August 6, 2021
Safe hands @StuartBroad8!
Scorecard & Clips: https://t.co/nz2HQN3H2X #ENGvIND pic.twitter.com/ESuR46rVoK
২৪৫ রানে ৯ উইকেট হারাল ভারত। লিড মাত্র ৬২ রানের।
ব্যক্তিগত ৫৬ রানে ফিরলেন জাডেজা। ৮ উইকেট হারিয়ে ২৩২ রান তুললো ভারত। লিড মাত্র ৪৯ রানের।
Ravindra Jadeja departs after a brilliant knock of 56.
— BCCI (@BCCI) August 6, 2021
Live - https://t.co/TrX6JMiei2 #ENGvIND pic.twitter.com/4wnsULo5kd
Robbo with the big wicket of Jadeja!
— England Cricket (@englandcricket) August 6, 2021
Scorecard & Clips: https://t.co/nz2HQN3H2X#ENGvIND pic.twitter.com/rCFJJD8Bom
ফের ভয়ঙ্কর হয়ে উঠলেন জেমস অ্যান্ডারসন। ২০৫ রান তুলতে গিয়ে ৭ উইকেট হারাল ভারত। লিড মাত্র ২২ রানের।
জেমস অ্যান্ডারসনের বলে একবার বেঁচে গেলেও এ বার শেষ রক্ষা হল না। জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন এই ওপেনার। ২০৫ রানে ৬ উইকেট হারাল ভারত। লিড মাত্র ২২ রানের।
YESSS @jimmy9 moves past Anil Kumble to become the third highest wicket-taker in Test cricket history!! 🐐
— England Cricket (@englandcricket) August 6, 2021
Scorecard/Videos: https://t.co/5eQO5BWXUp
🏴 #ENGvIND pic.twitter.com/3JUktTb3D1
জেমস আন্ডারসনের বলে রাহুলের সহজ ক্যাচ ফেলে দিলেন জো রুট। রাহুল তখন ৭৮ রানে ব্যাট করছিলেন।
ইংল্যান্ডের ১৮৩ রানের জবাবে প্রথম ইনিংসে ভারতের স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৯১ রান। কে এল রাহুল ২০২ বলে ৭৭ ও রবীন্দ্র জাডেজা ৫৩ বলে ২৭ রানে অপরাজিত রয়েছেন। জেমস অ্যান্ডারসন ৩৩ রান ২ ও অলি রবিনসন ৫৫ রানে ২ উইকেট নিয়েছেন।
#TeamIndia have now taken the lead.
— BCCI (@BCCI) August 6, 2021
Live - https://t.co/TrX6JMiei2 #ENGvIND pic.twitter.com/DHHD8JwGs4
টেস্টে ২০০০ রান পূর্ণ করলেন রবীন্দ্র জাডেজা। তিনি ২৪ রানে ব্যাট করছেন। ৭২ রানে ক্রিজে রয়েছেন কে এল রাহুল।
Ravindra Jadeja goes past 2000 Test runs with a glorious boundary 👏👏#TeamIndia | @imjadeja pic.twitter.com/HA7sizpJUq
— BCCI (@BCCI) August 6, 2021
এখনও ইংল্যান্ডের থেকে ২৫ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাডেজাকে নিয়ে ক্রিজে লড়ছেন কে এল রাহুল।
অলি রবিনসনের স্লোয়ার বুঝতে না পেরে কভারে থাকা জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ২৫ রানে আউট হলেন ঋষভ পন্থ। ১৪৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ভারত।
Our first wicket of Day 3 - and it's a big one! 🙌
— England Cricket (@englandcricket) August 6, 2021
Scorecard/Videos: https://t.co/5eQO5BWXUp#ENGvIND pic.twitter.com/P89flN8csO
দুই দলের অপেক্ষা আরও বাড়ছে। ট্রেন্ট ব্রিজের আকাশ থেকে কালো মেঘ সরছে না। এর ফলে তৃতীয় দিনের ওভার কাটা যাবে।
Updated session timings.
— BCCI (@BCCI) August 6, 2021
1205 - 1330 - 1st session
1330 - 1410 - 🍱 break
1410 -1625 - 2nd session
1625 - 1645 - 🫖 break
1645 - 1900 - 3rd session
+30 minutes. We have lost 6 overs. 92 overs remaining #ENGvIND
বৃষ্টি থেমেছে। মাঠ শুকিয়ে ফেলার কাজ চলছে জোরকদমে। দুই দল মাঠে নামার অপেক্ষায়।
Play on Day 3 was halted due to rain after 11 balls. It has stopped raining currently, but is quite windy.
— BCCI (@BCCI) August 6, 2021
Restart at 11:40 local time (4:10PM IST) if no further rain. #ENGvIND
৪৮.৩ ওভারে ৪ উইকেটে ১৩২ রান তুলেছে ভারত। রাহুল ৫৮ ও পন্থ ১৩ রানে ক্রিজে রয়েছেন।
মাঠে বল পড়ার আগে আকাশ ছিল পরিষ্কার। তবে ইংল্যান্ডের আবহাওয়াকে কেন খামখেয়ালি বলা হয়, সেটা ফের বোঝা গেল। মাত্র ১১ বলের খেলা হতেই নেমে এল বৃষ্টি। সাজঘরে ফেরত গেল দুই দল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy