চেন্নাইয়ের মাঠে ছন্দে রুট। ছবি: টুইটার থেকে
প্রথম দিনের খেলা শেষ। ৮৯.৩ ওভার | ইংল্যান্ড ২৬৩/৩| ২০০ রানের জুটি গড়ে থামলেন সিডলি। অপরাজিত রইলেন রুট।
উইকেট | আউট সিডলি। দিনের শেষ ওভারে উইকেট নিলেন বুমরা। ৮৭ রান করে ফিরলেন ইংরেজ ওপেনার।
৮৫ ওভার | ইংল্যান্ড ২৫০/২ | ১৮৭ রানের জুটি গড়ে ফেলেছেন রুট (১১৭ রানে অপরাজিত) এবং সিবলি (৮৫ রানে অপরাজিত)। ভারতীয় বোলারদের উজ্জীবিত করার চেষ্টা করে চলেছেন তরুণ পন্থ। উইকেটের পিছন থেকে কথা বলে চলেছেন তিনি। তবে ভারতীয় বোলারদের মধ্যে কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না।
রুট ১০০* | শততম ম্যাচে শতরান করলেন জো রুট। কেরিয়ারের ২০তম শতরান করলেন ইংরেজ অধিনায়ক। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তাঁকে কেন বলা বুঝিয়ে দিলেন বুমরা, অশ্বিনদের সামলে।
৭৫ ওভার | ইংল্যান্ড ২০৯/২ | শতরানের মুখে রুট। বড় রানের পথে এগিয়ে চলেছে ইংল্যান্ড।
৬৫ ওভার | ইংল্যান্ড ১৬৭/২ | বুমরাদের আক্রমণ কোনও ভাবেই বিপদে ফেলতে পারছে না রুটদের। ইতিমধ্যেই জুটিতে ১০০ রান করে ফেলেছেন রুট, সিবলি।
৬০ ওভার | ইংল্যান্ড ১৫৩/২ | ক্রিজে থাকা ইংল্যান্ডের ২ ব্যাটসম্যানই অর্ধ শতরান করে ফেলেছেন। দ্রুত রুটদের উইকেট না ফেলতে পারলে বড় রান তুলতে পারে ইংল্যান্ড। বুমরা, অশ্বিনরা ফের উইকেটের খোঁজে।
রুট ৫১* | পঞ্চাশতম অর্ধ শতরান রুটের। শততম টেস্ট স্মরনীয় করে রাখলেন তিনি।
A half-century of half-centuries for Joe Root in Test cricket 👏
— ICC (@ICC) February 5, 2021
England have crossed 150, with Sibley and Root continuing to frustrate India. #INDvENG | https://t.co/gnj5x4GOos pic.twitter.com/SfrzY085rV
চা বিরতি | ইংল্যান্ড ৫৭ ওভার ১৪০/২ | দ্বিতীয় সেশনে একটিও উইকেট নিতে পারলেন না ভারতীয় বোলাররা। রুট (৪৫ রানে অপরাজিত) এবং সিবলি (৫৩ রানে অপরাজিত) ভাল ভাবেই সামলে দিলেন বুমরাদের।
৫৩ ওভার | ইংল্যান্ড ১২৭/২ | ম্যাচের রাশ নিচ্ছেন রুটরা। স্পিনের বিরুদ্ধে খেলার জন্য যে তাঁরা তৈরি হয়ে এসেছেন বুঝিয়ে দিচ্ছেন প্রথম টেস্টের প্রথম দিন থেকেই।
সিবলি ৫১* | ভারতের বিরুদ্ধে প্রথম অর্ধশতরান সিবলির। কেরিয়ারের চতুর্থ ৫০ তাঁর। ১৫৯ বলে অর্ধশতরান করলেন সিবলি।
৪৫ ওভার | ইংল্যান্ড ১০৩/২ | আক্রমণে আনা হল ওয়াশিংটন সুন্দরকে। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক ম্যাচেই নজর কেড়েছিলেন এই ভারতীয় অলরাউন্ডার। দেশের মাটিতে সেই ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি। লাঞ্চের পর ইংল্যান্ডের ২ ব্যাটসম্যানকে এখনও সেই ভাবে সমস্যায় পড়তে দেখা যায়নি।
৩৭ ওভার | ইংল্যান্ড ৮১/২ | ফের জুটি গড়ার পথে ইংল্যান্ড। লাঞ্চের আগে ২ উইকেট হারালেও ফের ক্রিজে জমে উঠেছেন ২ ইংরেজ ব্যাটসম্যান। ইশান্তের বলে একটি এলবিডব্লু-র আবেদন করে ভারত। আম্পায়ার আউট দেননি, রিভিউও নেননি কোহালিরা।
৩৩ ওভার | ইংল্যান্ড ৭৭/২ | অধিনায়ক রুট (১১ রানে অপরাজিত) এবং ওপেনার সিবলি (২৮ রানে অপরাজিত) ভারতীয় বোলারদের সামলাচ্ছেন। লাঞ্চের পর ভারতের হয়ে বোলিং শুরু করেছেন দুই উইকেট শিকারি বুমরা এবং অশ্বিন।
That will be Lunch on Day 1 of the 1st Test.
— BCCI (@BCCI) February 5, 2021
Ashwin, gave India an opening, and then the brilliance of Bumrah got Lawrence.
England 67/2
Scorecard - https://t.co/VJF6Q62aTS @Paytm #INDvENG pic.twitter.com/oR0nv8CiYK
লাঞ্চ | ২৭ ওভার | ইংল্যান্ড ৬৭/২ | লাঞ্চের আগে ২ উইকেট পেয়ে তরতাজা ভারতীয় শিবির। ওপেনিং জুটিতে ইংল্যান্ডের ভাল শুরুর পরেও ভারত ফিরে এসেছে ম্যাচে। অশ্বিন এবং বুমরা একটি করে উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনলেন।
২৬ ওভার | ইংল্যান্ড ৬৪/২ | শততম টেস্টে ব্যাট করতে নামলেন রুট। পর পর উইকেট হারিয়ে কিছুটা চাপে ইংল্যান্ড।
Congratulations, @root66! 👏
— England Cricket (@englandcricket) February 5, 2021
What's been your favourite moment from his Test career so far?#R100T pic.twitter.com/CUt7l4nGgA
উইকেট | আউট লরেন্স। ক্রিজে বেশিক্ষণ সময় থাকতে পারলেন না তিনি। বুমরার বলে এলবিডবলু হলেন লরেন্স (৫ বলে ০ রান)।
২৫ ওভার | ইংল্যান্ড ৬৩/১ | প্রথম উইকেটটি নিলেন অশ্বিন। ম্যাচে ফিরতে লাঞ্চে যাওয়ার আগে আরও উইকেট নিতে চাইবেন ভারতীয় বোলাররা।
উইকেট | আউট বার্নস। ওপেনিং জুটি ভাঙলেন অশ্বিন। পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বার্নস (৬০ বলে ৩৩ রান)।
Breakthrough for India!
— ICC (@ICC) February 5, 2021
Burns attempts a reverse sweep off Ashwin, and he is caught behind for 33 👀
England 63/1. #INDvENG | https://t.co/gnj5x4GOos pic.twitter.com/dSGKoK13WW
২০ ওভার | ইংল্যান্ড ৫১/০ | জুটিতে ৫০ রানের গণ্ডি পার করলেন ইংরেজ ওপেনাররা। ৮ ইনিংস পর ওপেনিং জুটিতে ৫০ রানের গণ্ডি পেরলেন তাঁরা। বাঁহাতি নাদিমকে আক্রমণে নিয়ে এলেন কোহালি। উইকেট এখনও অধরা ভারতীয় বোলারদের কাছে।
১৫ ওভার | ইংল্যান্ড ৩৭/০ | সুযোগই তৈরি করতে পারেননি ভারতীয় বোলাররা। প্রথম ১৫ ওভারের বিচারে এগিয়ে ইংল্যান্ডই। বার্নস (১৫ রানে অপরাজিত) এবং সিবলি (২০ রানে অপরাজিত), ২ ইংল্যান্ড ওপেনারই সামলে দিয়েছেন শুরুর ১৫ ওভার।
England openers Dom Sibley and Rory Burns provide their side a steady start.
— ICC (@ICC) February 5, 2021
The visitors are 37/0 after 15 overs.#INDvENG | https://t.co/gnj5x4GOos pic.twitter.com/mVpZY9kfeA
১২ ওভার | ইংল্যান্ড ২৬/০ | উইকেটের সন্ধানে ভারত। ইংল্যান্ড ওপেনাররা ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে নিচ্ছেন। ৩ অভিজ্ঞ ভারতীয় বোলার কোনও রকম বিপদ তৈরি করতে পারেননি ইংল্যান্ডের জন্য।
১০ ওভার | ইংল্যান্ড ২০/০ | এখনও অবধি উইকেট নিতে পারেননি ভারতীয় বোলাররা। অশ্বিনের ২ ওভারে ৮ রান নিলেন বার্নসরা (১১ রানে অপরাজিত)। ইশান্ত ৫ ওভারে ৮ রান দিয়েছেন। অন্যদিকে বুমরা করেছেন ৩ ওভার, তিনি দিয়েছেন ৪ রান। সিবলি অপরাজিত ৮ রানে।
৮ ওভার | ইংল্যান্ড ১৬/০ | পিচ থেকে খুব বেশি সাহায্য পাচ্ছেন না ভারতীয় পেসাররা। কোহালি উইকেটের আশায় বল তুলে দিলেন রবিচন্দ্রন অশ্বিনের হাতে। বুমরা বদলে বল করতে এলেন অভিজ্ঞ ভারতীয় স্পিনার। তাঁর ওভারে ৪ মারেন সিবলি (৭ রানে অপরাজিত)। পেসারদের ভাল ভাবেই সামলে দিয়েছেন বার্নসরা (৮ রানে অপরাজিত), এবার পরীক্ষা স্পিনের।
৬ ওভার | ইংল্যান্ড ১০/০ | বাঁহাতি বার্নসকে রাউন্ড দ্য উইকেট বল করলেন বুমরা। শুরুতেই উইকেট নিতে চাইছেন ভারতীয় পেসাররা। এখনও অবধি সেই কাজে সাফল্য পাননি ইশান্ত, বুমরা।
৪ ওভার | ইংল্যান্ড ৯/০ | দিনের শুরুতে দেখে খেলার চেষ্টা করছেন ২ ইংরেজ ওপেনার। এখনও অবধি তাঁদের রক্ষণ ভাঙতে পারেননি ভারতীয় পেসাররা। বার্নস অপরাজিত ৭ রানে এবং সিবলি করেছেন ২ রান।
২ ওভার | ইংল্যান্ড ২/০ | ভারতের হয়ে বোলিং শুরু করলেন ইশান্ত শর্মা। দ্বিতীয় ওভার করলেন যশপ্রীত বুমরা। ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছেন ররি বার্নস এবং ডম সিবলি। ৯৮তম ম্যাচ খেলতে নেমেছেন ইশান্ত।
দিনের খেলা শুরু।
টস | ইংল্যান্ড অধিনায়ক জো রুট টস জিতলেন। ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। ১০০তম টেস্ট খেলতে নামছেন ইংরেজ অধিনায়ক।
Toss News:
— BCCI (@BCCI) February 5, 2021
England have elected to bat against #TeamIndia in the first Paytm Test at Chepauk. #INDvENG pic.twitter.com/9NvyYM5auv
ভারতীয় দলের প্রথম একাদশে চমক। কুলদীপ যাদব নন, বিরাট কোহালিরা বেছে নিলেন শাহবাজ নাদিমকে। জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নামলেন এই বাঁহাতি স্পিনার। অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ খেলা মহম্মদ সিরাজকেও দলের বাইরে রেখেই মাঠে নামলেন কোহালিরা।
Team News:
— BCCI (@BCCI) February 5, 2021
Here are the playing XIs for the first @Paytm #INDvENG Test in Chennai. 👇 #TeamIndia pic.twitter.com/rdRjem36Ft
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy