জয়ের অপেক্ষায় ভারতীয় দল। ছবি: টুইটার থেকে
৩১৭ রানে জয় ভারতের।
উইকেট | আউট মইন। কুলদীপের বলে স্টাম্পড হলেন তিনি।
৫৩ ওভার | ইংল্যান্ড ১৪৯/৯ | মইন আলি এবং স্টুয়ার্ট ব্রড রয়েছেন টি২০ মেজাজে। অক্ষরের এক ওভারে পর পর ৩টি ছয় মারলেন মইন। আইপিএলের আগে অনুশীলন সেরে রাখার ইঙ্গিত!
উইকেট | আউট স্টোন। ৫ উইকেট নিলেন অক্ষর। এলবিডবলু হলেন স্টোন। অশ্বিনের পক্ষে রেকর্ড ছোঁয়া আর সম্ভব হল না।
উইকেট | আউট রুট। অক্ষরের বল হঠাৎ লাফিয়ে ওঠায় চমকে যান রুট। গ্লাভসে লেগে সেই বল জমা পড়ে রাহানের হাতে। জয়ের আরও কাছে ভারত।
মধ্যাহ্নভোজ | ৪৮.৩ ওভার | ইংল্যান্ড ১১৬/৭ | প্রথম সেশনেই ৪ উইকেট তুলে নিল ভারত। পরের সেশনেই খেলা শেষ হয়ে যাওয়ার সম্ভবনা প্রবল।
Kuldeep Yadav claims the wicket of Ben Foakes and it's time for a lunch break 🍽️
— ICC (@ICC) February 16, 2021
India reduce England to 116/7 and they are only THREE wickets away from victory!#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/hTTznEEAxu
উইকেট | আউট ফোকস। উইকেট পেলেন কুলদীপ। বাঁহাতি স্পিনারের বলে সুইপ করতে গিয়ে অক্ষরের হাতে ধরা পড়লেন ইংরেজ উইকেটকিপার।
৪৫ ওভার | ইংল্যান্ড ১১২/৬ | দ্বিতীয় ইনিংসে এখনও অবধি ৩টি করে উইকেট নিয়েছেন অশ্বিন এবং অক্ষর পটেল। দ্বিতীয় টেস্টে জয় পেতে ভারতের প্রয়োজন আর ৪ উইকেট।
উইকেট | আউট পোপ। অক্ষর পটেলের বলে সুইপ করতে গিয়ে আউট হলেন তিনি। ইশান্তের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ১২ রান করে।
৪০ ওভার | ইংল্যান্ড ৯৭/৫ | রেকর্ডের পথে এগিয়ে চলেছেন অশ্বিন। ইংল্যান্ডের হয়ে ক্রিজে রয়েছে রুট (৬৬ বলে ২৭ রানে অপরাজিত) এবং অলি পোপ (২ বলে ১ রানে অপরাজিত)। ভারতের হয়ে আক্রমণ করছেন অশ্বিন এবং ইশান্ত।
উইকেট | আউট স্টোকস। ফের অশ্বিনের বলেই এল উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট পেয়ে গেলেন অশ্বিন। বিরাটের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন স্টোকস। ৫১ বলে ৮ রান করেছেন তিনি।
৩০ ওভার | ইংল্যান্ড ৭৯/৪ | দ্বিতীয় ইনিংসে অশ্বিনের ঝুলিতে ২ উইকেট। ম্যাচে ১০ উইকেট নিতে আরও ৩টি উইকেট প্রয়োজন অশ্বিনের। প্রথম ভারতীয় হিসেবে বিরল এক রেকর্ড গড়তে পারেন তিনি।
উইকেট | আউট লরেন্স। অশ্বিনকে আক্রমণে আনতেই উইকেট পেল ভারত। তাঁর বলে স্টাম্প হলেন লরেন্স।
Rishabh Pant ⚡️#INDvENG pic.twitter.com/0lVUiAZFxT
— ICC (@ICC) February 16, 2021
২৫ ওভার | ইংল্যান্ড ৬৬/৩ | এখনও বল হাতে দেখা যায়নি অশ্বিনকে। সিরাজ এবং অক্ষরের ওপরেই ভরসা রেখেছেন বিরাট। তাঁরা এখনও অবধি কোনও উইকেট এনে দিতে পারেননি।
২০ ওভার | ইংল্যান্ড ৫৬/৩ | ভারতের হয়ে বল হাতে দিনের প্রথম ওভার করলেন সিরাজ। রুট এবং লরেন্সকে ফেরাতে কতক্ষণ সময় নেয় ভারত সেই দিকেই তাকিয়ে সমর্থকরা। সোমবারই রুটের উইকেট পেয়ে যেতে পারত ভারত। রিভিউ নিয়ে বিতর্ক তৈরি হয় তৃতীয় দিনে।
চতুর্থ দিনের খেলা শুরু।
চেন্নাইয়েই প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে গিয়েছিলেন বিরাট কোহালিরা। সেই চেন্নাইতেই সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে মঙ্গলবার নামতে চলেছে ভারত। জয়ের জন্য ভারতের প্রয়োজন আর ৭ উইকেট। দ্রুত খেলা শেষ করতে চাইবেন রবিচন্দ্রন অশ্বিনরা।
ক্রিজে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট এবং ডম লরেন্স। সোমবার ২ ওপেনার এবং জ্যাক লিচকে ফিরিয়ে দিয়েছেন অশ্বিনরা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট। রোহিত শর্মার ব্যাটে ভর করে ৩২৯ রান তোলে ভারত। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের স্পিন সামলাতে না পেরে ১৩৪ রানে শেষ হয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস। ভারতীয় দল ব্যাট করতে নামলে অশ্বিনের শতরান এবং বিরাটের লড়াকু ইনিংস ইংল্যান্ডের সামনে ৪৮২ রানের লক্ষ্য রাখে। সেই রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫৩/৩।
India have bowled well to leave England stuttering on 53/3 at the end of day three.
— ICC (@ICC) February 15, 2021
They need seven wickets, while England need 429 more to win!#INDvENG ➡️ https://t.co/DSmqrU68EB pic.twitter.com/s7km9iiGUm
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy