প্রথম ম্যাচেই সফল ঈশান। ছবি টুইটার
ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার সুবাদে আন্তর্জাতিক মঞ্চের দরজা খুলে গিয়েছিল তাঁর সামনে। সেটা ভাল ভাবেই কাজে লাগিয়েছেন ঈশান কিষাণ। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ৩২ বলে ৫৬ ইনিংস রাতারাতি নায়কের আসনে তুলে এনেছে তাঁকে।
ম্যাচের পর অনেক কথা বলেছেন। তারপরেই টুইট করে ঈশান লিখেছেন, “অনেক কঠোর পরিশ্রম, বিশ্বাস এবং অনেকের সমর্থনের জন্যেই আজ এই মুহূর্ত এসে উপস্থিত হয়েছে। এই অকুণ্ঠ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। ভারতের হয়ে খেলার থেকে বড় খুশির ব্যাপার আর কিছুতে নেই।”
আইপিএলে ভাল খেলার জন্যেই ঈশানকে ইংল্যান্ড সিরিজের দলে নেওয়া হয়। সংযুক্ত আরব আমিরশাহিতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গত আইপিএলে ১৪ ম্যাচে ৫১৬ রান করেছিলেন তিনি। বিজয় হজারে ট্রফিতেও দুরন্ত খেলেছেন। ঝাড়খন্ডের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৯৪ বলে ১৭৩ রানের ইনিংস রয়েছে তাঁর।
A lot of hard work, belief and backing behind the scenes culminating into this moment. Thank you everyone for your support. There is no bigger joy than playing for India. 🇮🇳😍🙌 pic.twitter.com/OstCuyuO3e
— Ishan Kishan (@ishankishan51) March 14, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy