ছাত্রের প্রশংসায় পঞ্চমুখ গ্লেন ম্যাকগ্রা।
শিষ্য প্রসিদ্ধ কৃষ্ণ একদিনের ক্রিকেটে অভিষেক ঘটিয়েই পেলেন দারুণ সাফল্য। তাই ছাত্রের সাফল্যে স্বভাবতই দারুণ খুশি তাঁর গুরু গ্লেন ম্যাকগ্রা। সেটা নেট মাধ্যমে তুলেও ধরলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার।
২০১৭ সালে এমআরএফ পেস অ্যাকাডেমিতে প্রসিদ্ধকে প্রথমবার দেখেছিলেন প্রাক্তন অজি বোলার। মাত্র কয়েক মাস ম্যাকগ্রার কাছে ছিলেন কৃষ্ণ। জহুরী ম্যাকগ্রা তখনই বুঝেছিলেন ছেলেটা লম্বা রেসের ঘোড়া। তাই টুইটারে লিখলেন, “তোমার সাফল্যে আমি গর্বিত। তুমি যে সফল হবে সেটা আমি জানতাম। অভিষেক ম্যাচে তুমি দারুণ ভাবে মেলে ধরেছো। এগিয়ে যাও।” ২০১৯ সালে ক্রিকেট অস্ত্রেলিয়ার সঙ্গে এমআরএফ পেস অ্যাকাডেমির মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। সেই সুত্রে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন প্রসিদ্ধ। ২০১৯ সালের ওই সফর তাঁকে আরও ক্ষুরধার করে তোলে। আর এক প্রাক্তন অজি জোরে বোলার রায়ান হ্যারিস বলেন, “একজন বাধ্য ছাত্রের মধ্যে যে গুণ থাকা উচিত প্রসিদ্ধের মধ্যে সেটা রয়েছে। ও লাইন-লেন্থ সম্পর্কে ভীষণ ওয়াকিবহাল। আর তাই লাইন-লেন্থের ব্যাপারে আরও ধারাবাহিক হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে পারে। সবচেয়ে বড় কথা হল প্রসিদ্ধ যে কোনও পিচের সঙ্গে মানিয়ে বোলিং করতে পারে।”
Congratulations Prasidh @skiddyy on taking 4/54 & breaking the Indian record for most wickets taken by a bowler on ODI debut. Well done mate #cricket #mrfpacefoundation #fbc https://t.co/Adag3qjIVK
— Glenn McGrath (@glennmcgrath11) March 24, 2021
সত্যি আক্ষরিক অর্থে এ যেন স্বপ্নের অভিষেক। অধিনায়ক বিরাট কোহলীর পছন্দের পাত্র। তাই একদিনের দলে সুযোগ পাওয়ার পরেই দলে যোগ দেন। আর তারপরেই মাঠে নেমে পড়লেন এই তরুণ। আর প্রথম ম্যাচেই ৫৪ রানে ৪ উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে বিরল নজির গড়লেন কর্ণাটকের এই জোরে বোলার। অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির এত কাল নোয়েল ডেভিডের কাছে ছিল। ১৯৯৭ সালে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১ রানে ৩ উইকেট নেন হায়দরাবাদের এই জোরে বোলার। মঙ্গলবার পুনের মাঠে তাঁর রেকর্ড ভেঙে দিলেন প্রসিদ্ধ। শুরু হল তাঁর পথচলা।
My first day at work was a roller coaster ride. Never over until it’s over. All’s well that ends well.🤞🏻
— Prasidh Krishna (@prasidh43) March 24, 2021
Cheers to this special match and many more to come. #TeamIndia #234 pic.twitter.com/UeRj3beDaT
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy