Advertisement
০৫ নভেম্বর ২০২৪
rishabh pant

ঋষভ পন্থের প্রশংসা করলেন সেই ফারুক ইঞ্জিনিয়ারও

টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল খেলছেন ঋষভ পন্থ। ব্যাটসম্যান হিসেবে শুধু নয়, উইকেট রক্ষক হিসেবেও নিজের জাত চেনাচ্ছেন তিনি।

ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ১৪:২৭
Share: Save:

টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল খেলছেন ঋষভ পন্থ। ব্যাটসম্যান হিসেবে শুধু নয়, উইকেট রক্ষক হিসেবেও নিজের জাত চেনাচ্ছেন তিনি। স্বভাবতই তাঁর প্রশংসাও করেছেন অনেকে। এবার পন্থের সমালোচক বলে পরিচিত ফারুক ইঞ্জিনিয়ারও প্রশংসা করলেন পন্থের।

প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটসম্যান বলেন, ‘‘ঋষভের খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে। ও নিজের অনেক উন্নতি করেছে। ওর প্রথম থেকেই টেকনিকে কিছু সমস্যা আছে। কিন্তু ও ধোনির মতো অনেক বেশি অনুশীলন করে। ও যখন প্রথম খেলতে এসেছিল, তখন ও কিপার হিসেবে খুব ভাল ছিল না। তবে অনুশীলন করে নিজের ভুলগুলো শুধরে নিয়েছে।’’

ফারুক আরও বলেন, ‘‘ঋষভের দৃষ্টিশক্তি খুব ভাল। ভারসাম্য ও সময়জ্ঞান খুব ভাল। এই তিনটে খুব ভাল হলেই ভাল উইকেট রক্ষক বা ভাল ক্রিকেটার হওয়া যায়।’’

টেস্টে ভাল খেলার সুবাদে সীমিত ওভারের ক্রিকেটেও নিজের জায়গা ফিরে পেয়েছেন ঋষভ পন্থ। তরুণ এই ক্রিকেটারের প্রশংসা করে ফারুক বলেন, ‘‘ঋষভ ভারতীয় দলে সব ক্ষেত্রেই সাফল্য পাবে। কারণ ভারসাম্য ও সময়জ্ঞানের পাশাপাশি আন্দাজ করার ক্ষমতা থাকলে যে কোনও খেলায় সফল হওয়া যায়। ওর এই সব কিছুই রয়েছে।’’

অন্য বিষয়গুলি:

India England rishabh pant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE