বিরাট নয়, উঠছে রাহানেকে অধিনায়ক করার দাবি। ছবি পিটিআই
বিরাট কোহালির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় ভাঙাচোরা দল নিয়ে সিরিজ জিতে এসেছিলেন অজিঙ্ক রাহানে। কিন্তু দেশের মাটিতে কোহালি টেস্ট দলে ফিরতেই হারের মুকুট ফিরল ভারতের মাথায়। এরপরেই রাহানেকে অধিনায়ক করার দাবিতে ফের সরব নেটাগরিকরা।
এক ক্রিকেট অনুরাগী টুইটারে লিখেছেন, “নেট বোলার এবং টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের নিয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছে রাহানে। বিরাট কোহালি ভারতের সেরা ব্যাটসম্যান এবং বোলারদের নিয়েই জিততে পারছে না। ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে উঠছে। কোহালির ব্যাঙ্গালোর প্রতি বার আইপিএলে সবার নিচে শেষ করেছে। এতেই কি প্রমাণ হয় না ও অধিনায়কত্বের যোগ্য নয়?”
মোহিত নামে আরেক অনুরাগী কোহালিকে উল্লেখ করে লিখেছেন, “তোমার অধিনায়কত্বে আরও একটা লজ্জার হার। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট এবং এ বার ভারতে। তোমার যদি এতটুকু সম্মান থাকে তা হলে এখনই অধিনায়কত্ব ছেড়ে দাও।”
আর এক সমালোচকের খোঁচা, “বিরাট কোহালি নিজে যতটা সম্ভব বেশি রান করে বাকিদের উপর দোষ দিতে চাইছে। এতে ও নিজেকে সেরা অধিনায়ক প্রমাণ করতে পারবে। এ বার সময় এসেছে রাহানেকে পাকাপাকি টেস্ট দলের অধিনায়ক করার।”
@imVkohli : Another embarrassing defeat under your captaincy, first NZ, then Australia and now in India, if u have even an iota of self respect, renounce captaincy.@BCCI : We need Virat the bat not Virat the captain.#INDvsENG_2021 #Disappointment
— Mohit (@Mohit1717) February 9, 2021
@imVkohli tum dream 11 pe team banao let @ajinkyarahane88 lead the team 🙏🙏🙏
— TweeterKMKB (@tweeterkmkb) February 9, 2021
Virat Kohli is trying to score as many runs as possible so that he can blame other players and the pitch. He will say taht he is the best captain. Lol. @bcci
— Nairobi (@Nairobi_tweets) February 9, 2021
smell the coffee and make Ajinkya Rahane the captain. Sack Kohli and Shastri. Personal milestones my foot.#INDvENG
Ajinkya Rahane beat Australia in Australia with net bowlers and T20 batsmen. Virat Kohli can't beat England in India with his top bowlers and batsmen. This is getting ridiculous. Kohli's Bangalore has finished last in IPL every time. Isn't that proof he's not captaincy material.
— Rakesh Thiyya (@ByRakeshSimha) February 7, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy