বিরাটের আউটের সেই মুহূর্ত। ছবি: টুইটার থেকে
শুভমন গিল শুরুতেই ফিরে গিয়েছিলেন। চেতেশ্বর পূজারা ভাল শুরু করেও বড় রান করতে পারেননি। সঙ্গী খুঁজছিলেন ৬৪ রানে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মা। এমন একটা সময় ক্রিজে এলেন বিরাট কোহালি। কঠিন পিচে অধিনায়ক পথ দেখাবে, এমনই আশায় ছিলেন বহু দিন পর মাঠে খেলা দেখতে আশা দর্শকরা। ১৫ হাজার দর্শকই তখন গলা ফাটাচ্ছেন অধিনায়কের জন্য। ৬ মিনিটের মধ্যেই মাঠ নিশ্চুপ। মইন আলির বলে বোল্ড বিরাট।
টেস্ট ক্রিকেটে ১১ বার বোল্ড হলেন বিরাট। অধিনায়ক হিসেবে সপ্তম বার। লজ্জার এই রেকর্ডে সামনে শুধুই মহেন্দ্র সিংহ ধোনি। ভারত অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি বার (৮) শূন্য রানে ফিরেছেন তিনি। টেস্ট কেরিয়ারে প্রথম বার কোনও স্পিনারের বলে বোল্ড হলেন বিরাট। শুধু তাই নয়, এই প্রথম বার টেস্টে পর পর ২ ইনিংসে বোল্ড হলেন তিনি। প্রথম ম্যাচে দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসের বলে বোল্ড হয়েছিলেন বিরাট, শনিবার তাঁর রক্ষণ ভাঙলেন মইন।
ভারত অধিনায়কের ব্যাট থেকে শেষ শতরান এসেছিল ইডেনে ২০১৯ সালে। বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শতরান করেছিলেন তিনি। তার পর থেকে ২ বার অর্ধশতরান এলেও শতরান অধরাই থেকে গিয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করে বড় রান তোলার লক্ষ্যে রোহিতের সঙ্গী হতে পারতেন তিনি, কিন্তু চেন্নাইয়ে তা হল না।
A photo almost as good as the delivery 📸
— England Cricket (@englandcricket) February 13, 2021
Scorecard: https://t.co/mUg1ziwJRq#INDvENG pic.twitter.com/zvzjJ68yQC
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy