সিডনিতে দুই সপ্তাহের জন্য রয়েছেন কোয়রান্টিনে। বাইরে বেরনোর অনুমতি নেই। কারও সঙ্গে দেখা করার উপায় নেই। এই পরিস্থিতিতে বড়দিনে পরিবারকে মিস করছেন রোহিত শর্মা। আর তা প্রতিফলিত হয়েছে তাঁর পোস্টেই।
মেয়ের সঙ্গে স্ত্রী রীতিকা সাজদের ছবি পোস্ট করেছেন হিটম্যান। তিনি যে মিস করছেন স্ত্রী-মেয়েকে, তা স্পষ্ট লিখেও দিয়েছেন। এর আগে দীর্ঘদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাদেমিতে রিহ্যাব চলেছে তাঁর। দিতে হয়েছে ফিটনেস টেস্ট। সেই পরীক্ষায় পাশ করার পর তবেই উঠতে পেরেছেন অস্ট্রেলিয়ার উড়ানে। কিন্তু, তারপরও তাঁকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
সিডনিতে দুই কামরার অ্যাপার্টমেন্টে থাকা রোহিত প্রস্তুতি নিতে পারছেন না। ব্যাট-বলের সঙ্গে আপাতত সম্পর্ক নেই। কোয়রান্টিন পর্ব শেষ হলে তবে দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন তিনি। দেখতে হবে ৫ দিন ধরে খেলার ধকল নেওয়ার মতো শারীরিক অবস্থা তাঁর রয়েছে কি না। ফলে, নতুন বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্ট তিনি খেলবেনই, এমন নিশ্চয়তা নেই। আর তাঁর পক্ষেও কাজটা কঠিন। কারণ, দ্রুত মানিয়ে নিতে হবে কন্ডিশনের সঙ্গে। যদি খেলেন, তা হলে তৃতীয় টেস্টের আগে বেশি দিন উইকেটের গতি-বাউন্সের সঙ্গে পরিচিত হওয়ার সময় পাবেন না।
আরও পড়ুন: সান্তা সেজে বড়দিনের শুভেচ্ছা জানালেন সচিন
আরও পড়ুন: অ্যাডিলেডে রান আউট করার জন্য কোহালির কাছে সেদিনই ক্ষমা চেয়েছিলেন রাহানে
Merry Christmas to all and happy holidays! Miss you my girls @ritssajdeh 🎄 pic.twitter.com/wNetCHdJ6A
— Rohit Sharma (@ImRo45) December 25, 2020