ব্যাট হাতে সফল বুমরা। ছবি: বিসিসিআই
গোলাপি বল মানেই পেসারদের দাপট। তবে ভারতীয় পেসার যশপ্রীত বুমরা দেখালেন ব্যাট হাতে দাপট। একের পর এক ভারতীয় ব্যাটসম্যান যখন ধরাশায়ী হচ্ছেন অস্ট্রেলিয়া এ দলের পেসারদের সামনে, তখন রুখে দাঁড়ালেন ১০ নম্বরে নামা বুমরা। ৫৭ বলে অপরাজিত ৫৫ রানের দাপুটে ইনিংসে মারলেন ৬টা চার এবং ২টো ছয়। প্রথম দিনই দুই দলের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। ভারতের ১৯৪ রানের জবাবে অস্ট্রেলিয়া এ দল ১০৮ রানে শেষ। ভারতীয় দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের ম্যাচের প্রথম দিন বেশ ঘটনা বহুল।
টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। ময়ঙ্ক আগরওয়াল শুরুতেই ফিরে গেলেও শুক্রবার পৃথ্বী শ ছিলেন টি২০ মেজাজে। ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। সঙ্গী হন শুভমন গিল (৫৮ বলে ৪৩ রান)। তার পরে একের পর এক ব্যাটসম্যান আসেন এবং ফিরে যান। ব্যর্থ রাহানে (৪ রান), ঋদ্ধিমান সাহা (০ রান), ঋষভ পন্থও (৫ রান)। ব্যাটসম্যানরা যখন নাস্তানাবুদ হচ্ছেন শন অ্যাবটদের সামলাতে, তখন দলের মান বাঁচালেন বুমরা। সঙ্গে মহম্মদ সিরাজ খেললেন ৩৪ বলে ২২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ভারত শেষ করে ১৯৪ রানে। অপরাজিত বুমরা যখন ড্রেসিংরুমে ফিরছেন বিরাট কোহালি-সহ সতীর্থদের দেখা গেল তাঁকে গার্ড অব অনার দিতে।
বুমরা ও সিরাজ ব্যাট করার সময় চোট পান ক্যামেরন গ্রিন। বুমরার মারা বল এসে লাগে তাঁর মাথায়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন নন স্ট্রাইকার সিরাজ। তাঁর এই ব্যবহারে বেশ আপ্লুত নেটাগরিকরা। গ্রিনের চোট খুব গুরুত্বর নয় বলে জানালেও এই ম্যাচে তাঁর বদলে কনকাশন সাব হিসেবে নেমেছেন প্যাটরিক রো।
Jasprit Bumrah got 'Guard of Honour' by team India for his great batting inning [55* (57)] against Australia A. pic.twitter.com/dPNIq4UqY5
— The Rebellion (@The_Rebelllion_) December 11, 2020
বল করতে নেমে আগুন ঝরালেন গোলাপি বলে পরিচিত মহম্মদ শামি। ৩ উইকেট নিলেন তিনি। ব্যাটের পর বল হাতেও সফল বুমরা। নিলেন ২ উইকেট। উইকেট পেয়েছেন নবদীপ সাইনি (৩ উইকেট) এবং সিরাজও (১ উইকেট)। শুক্রবারের ম্যাচে উইকেটকিপিং করেছেন ঋষভ। কিন্তু ফিল্ডিং করার সময় নজর কাড়লেন ঋদ্ধি। সিরাজের বলে নিক ম্যাডিনসনের ক্যাচ নিলেন কপিল দেবকে মনে করিয়ে। উল্টো দিকে দৌড়ে এসে তাঁর ক্যাচ প্রমাণ দিল ফিটনেসের। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে প্রথম টেস্টে উইকেটের পিছনে কাকে দেখা যাবে তা নিয়ে যদিও এখনও ধোঁয়াশা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy