ভারতীয় দলের অনুশীলন। ছবি: ভিডিয়ো থেকে
শুক্রবার ম্যাচ শুরুর আগে ভারতীয় দলকে দেখা গেল এক অভিনব অনুশীলনে মগ্ন থাকতে। বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডেলে দেখা গেল সেই ভিডিয়ো। রোহিত শর্মা, ঋষভ পন্থরা ম্যাচে নামার আগে তরতাজা করে নিলেন নিজেদের।
ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের তত্ত্বাবধানে চলল অনুশীলন। রোহিতদের দেখা গেল ক্যাচ প্র্যাকটিসের সঙ্গে দ্রুত স্থান পরিবর্তন করতে। বল ছোঁড়া, ক্যাচ নেওয়া এবং দ্রুত জায়গা পরিবর্তনের অনুশীলন চলল একসঙ্গেই। উইকেটে বল ছোঁড়ার অনুশীলনেও দেখা গেল অভিনবত্ব। নির্দিষ্ট এক স্থান থেকে উইকেটে বল ছুঁড়ে লাগাতে পাড়লে দৌড়ে এসে তুলে নিতে হবে উইকেটটি। খেলা যত এগোবে, তত কমতে থাকবে উইকেট।
শুক্রবার থেকে শুরু হল চতুর্থ টেস্ট। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার ২৭৪ রানে ৫ উইকেট। অভিষেক ম্যাচ খেলতে নেমে উইকেট পেয়েছেন টি নটরাজন এবং ওয়াশিংটন সুন্দর। চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে নবদীপ সাইনিকে। মার্নাস লাবুশানের শতরানে ভর করেই রান তুলল অস্ট্রেলিয়া।
Throw & Catch 👐
— BCCI (@BCCI) January 14, 2021
Run 🏃🏻♂️
Hit 💥
Presenting #TeamIndia's high-octane fielding drill ahead of the final #AUSvIND Test in Brisbane 💪🙌 pic.twitter.com/mAfrnmSIOQ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy