পন্থের হাফ সেঞ্চুরি। ছবি: এফপি
জয় ভারতের। ৯৭ ওভার | ভারত ৩২৯/৭ | পন্থের অপরাজিত ৮৯ রানে ভর করে ব্রিসবেনে ঐতিহাসিক জয় ভারতের।
উইকেট | আউট শার্দুল। প্রথম ইনিংসে দারুণ খেললেও মঙ্গলবার ব্রিসবেনে ব্যর্থ তিনি।
উইকেট | আউট ওয়াশিংটন। পন্থের সঙ্গে দলকে জয় স্বপ্ন দেখালেও, ম্যাচ শেষ করতে পারলেন না তিনি। ২৯ বলে ২২ রান করলেন তিনি।
৯০ ওভার | ভারত ২৭৫/৫ | পন্থ এবং ওয়াশিংটন এখনও জয়ের আশায়। শেষ ১০ ওভারে প্রয়োজন ৫৩ রান। টি২০ যুগে যা সহজ মনে হলেও, ব্রিসবেনের মাঠে টেস্টের পঞ্চম দিনে খুব সহজ হবে না।
উইকেট | আউট ময়াঙ্ক। ফের কামিন্স। ১৬ বলে ৯ রান করে ফিরলেন ময়াঙ্ক। আগের বলে রিভিউ নিয়েছিল অস্ট্রেলিয়া। সেই বলে উইকেট না পেলেও পরের বলেই আউট ময়াঙ্ক।
৮৪ ওভার | ভারত ২৫৪/৪ | জয়ের জন্য এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন পন্থ, ময়াঙ্ক।
পন্থ ৫০* | ব্রিসবেনের এই হাফ সেঞ্চুরি বহু দিন মনে থাকবে পন্থের।
উইকেট | আউট পূজারা। নতুন বল নিয়েই উইকেট পেল অস্ট্রেলিয়া। কামিন্সের বলে আউট পূজারা। ২১১ বলে ৫৬ রান করেন তিনি।
নতুন বল নিল অস্ট্রেলিয়া।
৭৫ ওভার | ভারত ২১৭/৩ | লায়নদের সামলে শেষ সেশনে লড়াই করছেন পন্থ, পূজারা।
পূজারা ৫২* | লড়াকু হাফ সেঞ্চুরি পূজারার। ব্রিসবেনে শেষ সেশনে অস্ট্রেলিয়ার বোলারদের বিপাকে ফেলছেন তিনি।
৭০ ওভার | ভারত ১৯৪/৩ | পূজারা-পন্থের লড়াই ব্রিসবেনে। রাহানেকে হারিয়েও এখনও লড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া।
চা বিরতি | ৬৩ ওভার | ভারত ১৮৩/৩ | ম্যাচের শেষ সেশনে জেতার জন্য ভারতের দরকার ১৪৫ রান। অস্ট্রেলিয়ার প্রয়োজন ৭ উইকেট। আরও ৩৭ ওভার খেলা বাকি। উত্তেজক এই ম্যাচের মোড় যে কোনও সময় ঘুরে যেতে পারে। ক্রিজে পূজারা (৪৩ রানে অপরাজিত) এবং পন্থ (১০ রানে অপরাজিত)।
৬০ ওভার | ভারত ১৭৫/৩ | রাহানের আউট হওয়ার ধরন পছন্দ করবেন না সমর্থকরা। ভারত অধিনায়কের ওপর ভরসা করেছিল সকলেই। কিন্তু দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে উইকেট দিয়ে এলেন তিনি। ক্রিজে এই মুহূর্তে পূজারা এবং পন্থ। ম্যাচ জেতার জন্য ভারতের প্রয়োজন ১৫৩ রান।
GONE 👀
— ICC (@ICC) January 19, 2021
Ajinkya Rahane departs after making a quick 24!
Pat Cummins gets his second wicket of the innings ☝️#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/DCLNe6wwWC
উইকেট | আউট রাহানে। রানের গতি বাড়ানোর চেষ্টা করছিলেন তিনি। কামিন্সের বল উইকেটকিপারের মাথার ওপর দিয়ে পাঠাতে গিয়ে ধরা পড়ে গেলেন পেনের হাতে। ২২ বলে ২৪ রান করেন তিনি।
৫২ ওভার | ভারত ১৩৯/২ | সেঞ্চুরির মুখ থেকে শুভমন ফিরে যেতে রানের গতিতেও বাধা পড়ল ভারতের। ক্রিজে সবে নামা রাহানে চেষ্টা করছেন রানের গতি সচল রাখার। অন্যদিকে পূজারাকে বার বার আঘাত করে চলেছেন অস্ট্রেলিয়ার বোলাররা। বাউন্সার, শর্ট বল আছড়ে পড়ছে পূজারার হেলমেট, কাঁধ এবং পাঁজরে। সেই সব উপেক্ষা করেই ক্রিজে পড়ে থাকার তপস্যায় পূজারা।
উইকেট | আউট শুভমন। সেঞ্চুরি যখন ছিল শুধুই সময়ের অপেক্ষা, তখনই নেমে এল বিপদ। লায়নের বলে স্মিথের হাতে ক্যাচ দিলেন শুভমন। ১৪৬ বলে ৯১ রান করেন তিনি।
৪৬ ওভার | ভারত ১২৭/১ | স্টার্কের ১ ওভারে ২০ রান নিলেন শুভমন এবং পূজারা। শুরুটা করেছিলেন শুভমন। প্রথমে ৬ তার পর দুটো ৪ মারেন তিনি। এর পর সিঙ্গেল নিয়ে পূজারাকে স্ট্রাইক দিলে তিনিও একটি ৪ মারেন শেষ বলে। দ্রুত রান তুলে ম্যাচ জেতার চেষ্টা করছে ভারত?
Shubman Gill looks like a man on a mission 👀#AUSvIND pic.twitter.com/cuUuglZfiu
— ICC (@ICC) January 19, 2021
৪২ ওভার | ভারত ১০০/১ | ব্রিসেবেনে টেস্টের শেষ দিনে শুভমন এবং পূজারার ব্যাটে ম্যাচে রয়েছে ভারত। বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণের বিরুদ্ধে তাঁদের লড়াই দারুণ উপভোগ্য হয়ে উঠেছে ভারতীয় সমর্থকদের জন্য। স্টার্কের পরিকল্পনা বার বার ভেস্তে দিচ্ছেন পূজারা এবং শুভমন। রানের গতি খুব বেশি না হলেও ম্যাচে দাপটের সঙ্গে খেলছে ভারত।
সামনে রানের পাহাড়। তার সামনে দাঁড়িয়ে ভেঙে পড়া নয়, লড়াই করছে অজিঙ্ক রাহানের ভারত। ওপেন করতে নেমে রোহিত শর্মা (২১ বলে ৭ রান) ফিরে গেলেও, শুভমন গিল (৬৪ রানে অপরাজিত) হাল ছাড়েননি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় হাফ সেঞ্চুরিটাও পেয়ে গেলেন তিনি। চেতেশ্বর পূজারাকে (৮ রানে অপরাজিত) সঙ্গে নিয়ে ভারতকে ভরসা দিচ্ছেন পঞ্জাবতনয়।
অস্ট্রেলিয়ার বোলাররা মাঝে যেন হাল ছেড়ে দিয়েছিলেন। লাঞ্চের আগে শেষ কিছু ওভারে যদিও মিচেল স্টার্কদের ভয়ঙ্কর দেখিয়েছে। বিরতির সময় গ্লেন ম্যাকগ্রা বলেন, “স্টার্করা যদি লাঞ্চের পর ৩০ মিনিট এই বোলিংটা ধরে রাখতে পারে তা হলে বিপদে পড়তে পারে ভারত।” লাঞ্চ পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৮৩ রান তুলেছে শুভমনরা। আরও দুটো সেশন লড়তে হবে ভারতকে ম্যাচ ড্র করতে বা জিতে নিতে। কাজ কঠিন হলেও শুভমনদের ব্যাটিং দেখে আশা করতেই পারেন সমর্থকরা।
এই মুহূর্তে সিরিজ ১-১। চতুর্থ ম্যাচ যদি ড্র করতে পারে ভারত তবে বর্ডার-গাওস্কর ট্রফি থাকবে ভারতের দখলেই। এখন ভারত ড্রয়ের জন্য খেলে নাকি ৩২৮ রানের লক্ষ্য পার করে জেতার চেষ্টা করে।
India needs 245 runs to win at lunch ⏳#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/DvsbtzDIvp
— ICC (@ICC) January 19, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy