উইকেট নিয়ে উৎসবে মেতে ভারত। ছবি: সোশ্যাল মিডিয়া
২০ ওভার | অস্ট্রেলিয়া ১৫০/৭ | শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ২৭ রান। শামির বলে অস্ট্রেলিয়া নিতে পারল মাত্র ১৫ রান।
উইকেট | আউট স্টার্ক। নটরাজনের বলে ছিটকে গেল তাঁর স্টাম্প।
উইকেট | আউট এনরিকে। ২০ বলে ৩০ রান করে ফিরলেন তিনি। চহারের বলে এলবিডবলু এনরিকে।
উইকেট | আউট ওয়েড। ফের চহাল। কনকাশন সাব হিসেবে নেমে ৪ ওভারে ৩ উইকেট নিলেন তিনি।
১৫ ওভার | অস্ট্রেলিয়া ১১৩/৪ | কামব্যাক করল ভারত। জেতার জন্য শেষ ৫ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৪৯ রান।
উইকেট | আউট শর্ট। নটরাজনের বলে ফিরলেন অজি ওপেনার। ৩৮ বলে ৩৪ রান করে ফিরলেন তিনি।
উইকেট | আউট ম্যাক্সওয়েল। ফর্মে থাকা ম্যাক্সওয়েলকে ফেরালেন অভিষেক ম্যাচ খেলতে নামা নটরাজন। মাত্র ২ রানে আউট তিনি।
১০ ওভার | অস্ট্রেলিয়া ৭৪/২ | পর পর উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে অস্ট্রেলিয়া। রানের গতিও কিছুটা স্লথ।
উইকেট | আউট স্মিথ। চহালের বলে আউট তিনি। ৯ বলে ১২ রান করে ফিরলেন স্মিথ।
উইকেট | আউট ফিঞ্চ। ২৬ বলে ৩৫ রান করে আউট তিনি। জাদেজার বদলে খেলতে নেমে কনকাশন সাব চহাল নিলেন তাঁর উইকেট।
৫ ওভার | অস্ট্রেলিয়া ৪৫/০ | শুরু থেকেই মারমুখী অস্ট্রেলিয়া। ৯ রান প্রতি ওভার রান তুলছে ২ ওপেনার।
শেষ ওভারে জাদেজার মাথায় বল লাগার কারণে তাঁর বদলে কনকাশন সাব হিসেবে মাঠে নামলেন যুজবেন্দ্র চহাল। তিনি বলও করতে পারবেন। ব্যাট করতে গিয়ে জাদেজার পায়ে চোট লাগে। সেই নিয়েই ভারতকে লড়াই করার মতো রান তুলে দিলেন তিনি। হার্দিক দলে থাকলেও তিনি বল করবেন কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে, কারণ গত ম্যাচে তাঁকে বল করতে দেখা যায়নি।
২০ ওভার | ভারত ১৬১/৬ | অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ১৬২ রানের। ঝড় তুললেন জাদেজা (২৩ বলে ৪৪ রানে অপরাজিত)। বুমরাহীন ভারতীয় বোলিং অজিদের আটকাতে পারে কি না সেদিকেই তাকিয়ে থাকবে ভারত।
UPDATE: Ravindra Jadeja was hit on the helmet in the final over of the first innings of the first T20I.
— BCCI (@BCCI) December 4, 2020
Yuzvendra Chahal will take the field in the 2nd innings as a concussion substitute. Jadeja is currently being assessed by the BCCI Medical Team. #TeamIndia #AUSvIND pic.twitter.com/tdzZrHpA1H
উইকেট | আউট ওয়াশিংটন। ৬ মারতে গিয়ে আউট হলেন তিনি। ৭ রান করে স্টার্কের বলে ক্যাচ তুলে দিলেন ওয়াশিংটন।
উইকেট | আউট হার্দিক। ১৫ বলে ১৬ রান করে আউট তিনি। এনরিকের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গত ম্যাচে ৯২ রানে অপরাজিত থাকা হার্দিক।
১৫ ওভার | ভারত ৯৭/৫ | হার্দিক (৩ রানে অপরাজিত) এবং জাদেজা (৩ রানে অপরাজিত) ক্রিজে। শেষ একদিনের ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই তাঁদের ২জনকে শুরু করতে হবে।
উইকেট | আউট রাহুল। ৪০ বলে ৫১ রান করে ফিরলেন তিনি। আরও বিপাকে পড়ল টিম ইন্ডিয়া।
উইকেট | আউট মনিশ। জাম্পার বলে ২ রানে আউট তিনি। একের পর এক উইকেট হারিয়ে চাপে ভারত।
উইকেট | আউট স্যামসন। ১৫ বলে ২৩ রান করে ফিরলেন তিনি। এনরিকের বলে সোয়েপসনের হাতে ক্যাচ দিলেন স্যামসন।
রাহুল ৫০* | ৩৭ বলে ৫০ করলেন রাহুল। তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে ভারত।
FIFTY!
— BCCI (@BCCI) December 4, 2020
A fine half-century by @klrahul11 off 37 deliveries. His 12th in T20Is.#TeamIndia #AUSvIND pic.twitter.com/Pi7HCZOwQq
১০ ওভার | ভারত ৭৫/২ | বিরাট, শিখরকে হারিয়ে চাপে পড়ল ভারত। ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব একার কাঁধে তুলে নিয়েছেন রাহুল (৪৮ রানে অপরাজিত)। তাঁর সঙ্গে রয়েছেন স্যামসন (১৫ রানে অপরাজিত)।
উইকেট | আউট বিরাট। মাত্র ৯ রানে ফিরলেন ভারত অধিনায়ক। সোয়েপসনের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
৫ ওভার | ভারত ৩০/১ | ওপেনার শিখরকে হারিয়ে শুরুতেই বিপদে ভারত। পাওয়ার প্লে-র শুরুতে ৬ রান প্রতি ওভার তুলছে ভারত। ক্রিজে অধিনায়ক বিরাট কোহালি (৭ রানে অপরাজিত) এবং লোকেশ রাহুল (২০ রানে অপরাজিত)।
উইকেট | আউট শিখর। স্টার্কের বলে বোল্ড হলেন তিনি। ৬ বলে মাত্র ১ রান করে আউট শিখর।
Peach 🔥#AUSvIND pic.twitter.com/nO3UOQo2Qi
— ICC (@ICC) December 4, 2020
ক্যানবেরার মাঠে সিরিজের প্রথম টি২০ ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। ভারতীয় দলে নেই যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদবরা। একদিনের পর ভারতের টি২০ দলেও অভিষেক ঘটল টি নটরাজনের।
ভারতীয় দলের হয়ে ওপেন করবেন শিখর ধওয়ন এবং লোকেশ রাহুল। বুমরাহীন ভারতীয় বোলিং কতটা সাফল্য পাবে সে দিকে তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা। তবে দলে রয়েছেন হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজারা। ভারতীয় দলের সাফল্য পেতে গেলে তাঁদের ভাল খেলতেই হবে।
টি২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাঠে বেশ ভাল রেকর্ড টিম ইন্ডিয়ার। ৯ বারের মধ্যে ৫ বার জিতেছে বিরাটরা। যদিও শেষবার টি২০ সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়াই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy