ম্যাচের সেরা। দায়িত্ব নিয়েই দলকে দুর্দান্ত জয় এনে দিলেন রাহানে। ছবি: পিটিআই।
৩৬ রানের লজ্জা নিয়ে মেলবোর্ন এসেছিল ভারত। সঙ্গে ছিল না পাওয়ার লম্বা তালিকা। বিরাট কোহালি নেই। মহম্মদ শামি নেই। এমন অবস্থায় ভারত পেল অধিনায়ক অজিঙ্ক রাহানেকে। প্রথম ইনিংসে শতরান। দ্বিতীয় ইনিংসে দলকে জয়ের নিশ্চিন্ত সরণীতে পৌঁছে তবে মাঠ ছাড়া। ম্যাচের সেরাও তিনিই। তবে রাহানের মুখে মহম্মদ সিরাজ এবং শুভমন গিলের নাম।
কোনও একজন নয়, মেলবোর্নে জয়ের পিছনে রাহানে কৃতিত্ব দিচ্ছেন গোটা দলকে। বিরাটের বদলে কোনও ব্যাটসম্যান নয় ভারত দলে নিয়েছিল অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে। রাহানে বলেন, “উমেশ চোট পেয়ে বেরিয়ে গেলেও আমাদের অসুবিধা হয়নি জাডেজা থাকায়।” মেলবোর্নে অভিষেক ঘটে শুভমন এবং সিরাজের। রাহানে বলেন, “শুভমন বহু দিন ধরে ভাল খেলছে ঘরোয়া ক্রিকেটে। এই ম্যাচেও ও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে। সিরাজ দেখিয়েছে এক ভাবে বল করে যেতে পারে ও। অভিষেক ম্যাচে এই শৃঙ্খলা বজায় রাখা খুব কঠিন।”
অ্যাডিলেডে হারের পর ভারতের জয় পাওয়া অসম্ভব মনে করেছিলেন অনেকেই। রাহানে বলেন, “মাঠে নিজেদের প্রমাণ করাটাই আসল। সবাই অ্যাডিলেড নিয়ে কথা বলছিল। এক ঘণ্টায় বদলে গিয়েছিল সেই ম্যাচে অনেক কিছু। নিজেদের প্রমাণ করে আমরা ফিরে আসতে পেরেছি। এখন সব সমান।”
🏏 112
— ICC (@ICC) December 29, 2020
🏏 27*
India captain Ajinkya Rahane has been adjudged as the Player of the Match after leading from the front in the second #AUSvIND Test 💥
How impressed are you with his performance? pic.twitter.com/JV6FBVWAcS
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy