সিনিয়রকে ছুঁয়ে ফেললেন ক্যাপ্টেন রাহানে।
মেলবোর্নে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো অজিঙ্ক রাহানের ভারত। সেই সঙ্গে টেস্টে প্রথম ৩ ম্যাচে অধিনায়ক হিসেবে জয়ের নজির গড়লেন রাহানে। যে রেকর্ড এর আগে ছিল শুধু ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মুকুটে।
২০০৮ সালে অনিল কুম্বলের পর টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন ধোনি। প্রথম ৪ ম্যাচেই তাঁর নেতৃত্বে জিতেছিল ভারত। দ্বিতীয় অধিনায়ক হিসেবে টেস্টে প্রথম ৩ ম্যাচে পেলেন রাহানে। সিরিজের তৃতীয় টেস্টে জিততে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন ধোনিকে। সেই সঙ্গে আরও এক অনন্য নজির গড়লেন রাহানে। পেলেন মুলঘ মেডেল শিরোপা। বক্সিং ডে টেস্টে ম্যাচের সেরার পুরস্কার হিসেবে এই সম্মান দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে ১৮৬৮ সালে খেলেছিলেন জনি মুলঘ মেডেল। তাঁকে সম্মান জানিয়ে বক্সিং ডে টেস্টের সেরার হাতে পুরস্কার তুলে দেওয়া হল। রাহানেই প্রথম ক্রিকেটার যিনি এই সম্মান পেলেন।
আরও পড়ুন: ম্যাচের সেরা, অধিনায়ক রাহানের মুখে শুভমন, সিরাজের প্রশংসা
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় অভিষেক ম্যাচেই ৫ উইকেট, অনন্য রেকর্ড সিরাজের
Congratulations to Ajinkya Rahane, the inaugural winner of the Mullagh Medal!
— Cricket Australia (@CricketAus) December 29, 2020
The Boxing Day Test Player of the Match medal has been named in honour of trailblazing Indigenous cricketer Johnny Mullagh (Unaarrimin). pic.twitter.com/nhHH3c6Xmx
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy