বিরাট ভরসা। ছবি: সোশ্যাল মিডিয়া
২০ ওভার | ভারত ১৭৪/৭ | ১০ ম্যাচ পর টি২০-তে হার ভারতের, সিরিজ জয় ২-১ ফলে। ১২ রানে হার ভারতের।
উইকেট | আউট ওয়াশিংটন। শেষ চেষ্টা করছিলেন তিনি। তবে শেষ অবধি থাকতে পারলেন না। ৬ বলে ৭ রান করেন তিনি।
উইকেট | আউট বিরাট। ভারতের আশার আলো নিভিয়ে দিলেন টাই। ৬১ বলে ৮৫ রান করে আউট হলেন বিরাট।
উইকেট | আউট হার্দিক। ঝড় থামালেন জাম্পা। ১৩ বলে ২০ রান করে ফিরলেন হার্দিক।
১৫ ওভার | ভারত ১১১/৪ | শেষ ৫ ওভারে জেতার জন্য ভারতের প্রয়োজন ৭৬ রান। ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট (৫২ বলে ৬৫ রান) এবং হার্দিক (৫ বলে ২ রান)। ম্যাচ জেতাতে শেষ অবধি এই ২জনকেই ক্রিজে চাইবে ভারত।
উইকেট | আউট শ্রেয়াস। একই ওভারে ২ উইকেট নিলেন সোয়েপসন। কোনও রান না করেই আউট শ্রেয়াস। নষ্ট করলেন রিভিউও।
উইকেট | আউট স্যামসন। সোয়েপসনের বলে উইকেট দিয়ে গেলেন তিনি। ৯ বলে ১০ রান করলেন তিনি।
বিরাট ৫০* | ৪১ বলে হাফ সেঞ্চুরি বিরাটের। ২৫তম ৫০ টি২০-তে তাঁর।
১০ ওভার | ভারত ৮২/২ | ভারতের দুই ওপেনারই ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। অস্ট্রেলিয়াকে হারাতে ভরসা বিরাট (৪৪ রানে অপরাজিত)। ক্রিজে রয়েছেন সঞ্জু স্যামসন (৪ রানে অপরাজিত)। জয়ের জন্য শেষ ১০ ওভারে প্রয়োজন ১০৫ রান।
উইকেট | আউট শিখর। দুরন্ত ক্যাচ নিলেন স্যাম। প্রথম বারের চেষ্টায় হাত থেকে বেরিয়ে যাওয়া বল অসাধারণ দক্ষতায় তালুবন্দি করেন তিনি। শিখর ফিরলেন ২১ বলে ২৮ রান করে।
৫ ওভার | ভারত ৪০/১ | রাহুলকে হারিয়েও ভারতের রানের গতি কমেনি। বিরাটের ক্যাচ ফেলেন স্মিথ। শিখর (৯ রানের অপরাজিত) এবং বিরাটের (২৫ রানের অপরাজিত) ব্যাটে ভর করে স্বচ্ছন্দে ভারত।
উইকেট | আউট রাহুল। ম্যাক্সওয়েলকে দিয়ে বোলিং শুরু করাল অস্ট্রেলিয়া। শুরুতেই তিনি তুলে নিলেন ওপেনার লোকেশ রাহুলের উইকেট। ৬ মারতে গিয়ে স্মিথের হাতে ক্যাচ দিলেন তিনি কোনও রান না করেই।
বার বার ক্যাচ মিস। বহু বার জীবন পেলেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার সুযোগ ছিল আরও বড় রান তোলার। হোয়াইটওয়াশ করার জন্য ভারতের সামনে লক্ষ্য ১৮৭ রানের। ভারতের হয়ে সব চেয়ে বেশি উইকেট পেলেন ওয়াশিংটন। সব চেয়ে রান দিলেন শার্দূল (৪৩ রান দিয়ে ১ উইকেট)। অস্ট্রেলিয়ার হয়ে সব চেয়ে বেশি রান ওয়েডের (৫৩ বলে ৮০ রান)।
২০ ওভার | অস্ট্রেলিয়া ১৮৬/৫ | ভারতের সামনে তৃতীয় ম্যাচে জয়ের জন্য প্রয়োজন ১৮৭ রান।
উইকেট | আউট শর্ট। রান আউট হলেন তিনি ৭ রান করে।
উইকেট | আউট ম্যাক্সওয়েল। নটরাজনের বলে বোল্ড তিনি। ৩৬ বলে ৫৪ রান করেন ম্যাক্সওয়েল।
উইকেট | আউট ওয়েড। ৫৩ বলে ৮০ রান করলেন অজি ওপেনার। শার্দূলের বলে এলবিডব্লু হন তিনি।
ম্যাক্সওয়েল ৫০* | ৩১ বলে হাফ সেঞ্চুরি ম্যাক্সওয়েলের। তাঁকে বার বার আউট করার সুযোগ পেয়েও ব্যর্থ টিম ইন্ডিয়া।
১৫ ওভার | অস্ট্রেলিয়া ১৩৯/২ | ম্যাক্সওয়েলকে আউট করেছিলেন চহাল। কিন্তু নো বল হওয়াতে জীবন ফিরে পান ম্যাক্সওয়েল। তা কাল হল ভারতের জন্য। ২১ বলে ৩৫ করে অপরাজিত তিনি। নষ্ট হয়েছে একটি ডিআরএস-ও। মঙ্গলবারের ম্যাচেও বড় রানের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া। ওয়েড অপরাজিত ৬৯ রান।
ওয়েড ৫০* | ৩৪ বলে হাফ সেঞ্চুরি করলেন ওপেনার ম্যাথু ওয়েড।
১০ ওভার | অস্ট্রেলিয়া ৮২/২ | স্মিথ এবং ওয়েডের ব্যাটে ভর করে বড় রানের দিকে এগোচ্ছিল অজিরা। দুটো উইকেট নিলেন ওয়াশিংটন। প্রথমে ফিঞ্চ এবং পরে স্মিথকে তুলে নিয়ে ভারতকে স্বস্তি দিলেন তিনি। ক্রিজে রয়েছেন ওয়েড (৪৮ রানে অপরাজিত) এবং ম্যাক্সওয়েল (৩ রানে অপরাজিত)।
উইকেট | আউট স্মিথ। ৬৫ রানের পার্টনারশিপ ভাঙলেন ওয়াশিংটন। ২৩ বলে ২৪ রান করে বোল্ড স্মিথ।
৫ ওভার | অস্ট্রেলিয়া ৪৫/১ | শুরুতে অধিনায়ককে হারালেও দলের হাল ধরেন স্টিভ স্মিথ (৬ রানে অপরাজিত) এবং ওপেনার ম্যাথু ওয়েড (৩২ রানে অপরাজিত)। ৯ রান প্রতি ওভার গতিতে রান তুলছেন তারা।
Matthew Wade has been striking them sweetly 🔥
— ICC (@ICC) December 8, 2020
How many do you think he will score today?#AUSvINDpic.twitter.com/YJjvavKlPs
উইকেট | আউট ফিঞ্চ। ওয়াশিংটনের বলে কোনও রান না করেই ফিরলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। হার্দিকের হাতে ক্যাচ তুলে দিলেন ফিঞ্চ।
WASHINGTON SUNDAR STRIKES 💥
— ICC (@ICC) December 8, 2020
The spinner has struck in his first over, getting rid of Australia captain Aaron Finch!
How big a moment is this?#AUSvIND SCORECARD 👉 https://t.co/aLozLSAnsU pic.twitter.com/lgftgw6hTO
টস | তৃতীয় টি২০ ম্যাচে টস জিতল ভারত। অধিনায়ক বিরাট কোহালি বোলিং করার সিদ্ধান্ত নেন। সিরিজে ২-০ এগিয়ে থাকা ভারত চাইবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচেই জয় লাভ করতে।
একদিনের সিরিজে হারের বদলা নিতে টি২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করাই নজর থাকবে ভারতীয় দলের। ভারতীয় দল মঙ্গলবার নামছে নটরাজন, দীপক চহার এবং শার্দূল ঠাকুরকে নিয়ে পেস অ্যাটাক সাজিয়ে। স্পিনের দায়িত্ব সামলাতে দলে রয়েছেন যুজবেন্দ্র চহাল এবং ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়া দলে নেই মার্কোস স্টোইনিস।
India will bowl first in the final #AUSvIND T20I ☝️
— ICC (@ICC) December 8, 2020
Aaron Finch is back for Australia. Can he lead them to victory? pic.twitter.com/vd4tid769B
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy