দেশকে নেতৃত্ব দিতে পেরে আপ্লুত, জানিয়ে দিলেন শিখর ধওয়ন। ফাইল চিত্র
দলে হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার থাকলেও শিখর ধওয়নের উপর আস্থা দেখাল জাতীয় নির্বাচক কমিটি। আর তাই আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতের দ্বিতীয় সারির দলের দায়িত্ব সামলাবেন গব্বর। স্বভাবতই তিনি আপ্লুত। টুইটারে সেটাই লিখলেন এই বাঁহাতি ওপেনার।
ধওয়ন টুইটারে লিখেছেন, ‘দেশকে নেতৃত্ব দিতে পারব। এটা ভেবে আপ্লুত। শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য শ্রীলঙ্কা যাচ্ছে টিম ইন্ডিয়া। ধওয়নই যে আসন্ন সফরে দলকে নেতৃত্ব দেবেন, সেই ইঙ্গিত গত ৭ জুন পাওয়া গিয়েছিল। বিসিসিআই দল ঘোষণা করার আগেই সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে ধওয়নের ছবি ব্যবহার করা হয়। বৃহস্পতিবার রাতে বোর্ডের সরকারি ঘোষণায় সেই জল্পনা বাস্তবে রুপ পেল।
১৩, ১৬ ও ১৮ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। এরপর ২১, ২৩ ও ২৫ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সব ম্যাচ কলম্বোতে খেলা হবে।
Humbled by the opportunity to lead my country Thank you for all your wishes 🙏 pic.twitter.com/SbywALBTwZ
— Shikhar Dhawan (@SDhawan25) June 11, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy