ভারতীয় বোলারদের প্রথম ম্যাচে বিবর্ণ দেখাল। ছবি টুইটার থেকে নেওয়া।
তিন ফরম্যাটেই ভারতকে হারাবে অস্ট্রেলিয়া। সিডনিতে সিরিজের প্রথম এক দিনের ম্যাচ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা।
টস জিতে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া যখন প্রথম ওয়ানডেতে রানের পাহাড়ে চড়ছে তখনই এই টুইট করেছেন ভন। তিনি লিখেছেন, ‘আগেভাগেই বলছি। আমার মনে হয় এই সফরে সমস্ত ফরম্যাটেই ভারতকে দাপটে হারাবে অস্ট্রেলিয়া’।
ভনের এই ভবিষ্যদ্বাণীতে হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নেটাগরিকদের কেউ কেউ ভারতীয় দলের উপর ভরসা রেখেছেন। আবার কেউ কেউ ভনের সঙ্গে সম্পূর্ণ একমত হয়েছেন। কেউ কেউ আবার লিখেছেন, ‘আমারও তাই মনে হয়। এই ভারতীয় দলের অভিজ্ঞতা নেই। থিতুও দেখাচ্ছে না। তা ছাড়া ২০১৮ সালে ভারত যখন সফরে এসেছিল তখন ওয়ার্নার ও স্মিথকে মিস করেছিল অস্ট্রেলিয়া। ভারতও রোহিতকে মিস করছে। আর পরে টেস্টে বিরাটকে মিস করবে। এদের অভাব পূরণ করা কঠিন’।
আরও পড়ুন: ‘এ রকম ঘটনা কাম্য নয়, রোহিতকে তো ফোন করতে পারত বিরাট’
আরও পড়ুন: সিডনিতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে মাঠে ঢুকে আদানির কয়লা খনি নিয়ে প্রতিবাদ
এক জন লিখেছেন, ‘হ্যাঁ, বড্ড আগেই বলা হল। কারণ, বিরাট কোহালিকে রান তাড়া করতে এখনও দেখোনি’। আর একজন লিখেছেন, ‘এই টুইট আগামী দু’মাসে বার বার আঘাত পাবে’।
Early call... This tweet will be bumped again and again many times in next two months..
— Rohit Yadav (@cricrohit) November 27, 2020
I feel that too.. this Indian team is too unstable & lacks experience.
— Shubham Misra 🧠 (@SBM_4007) November 27, 2020
Also, the way Aussies missed Warner & Smith when India toured them in 2018, India is missing Rohit & later on will miss Virat in tests! Huge shoes to fill-in these!@MichaelVaughan #AUSvIND #AUSvsIND
Thats ur thinking mate we think india gonna beat them all format
— Bunny singh (@bunny72648775) November 27, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy