ভারতের কোচ হতে গেলে ম্যান ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে, বললেন অংশুমান গায়কোয়াড়। ছবি- রয়টার্স
ভারতীয় দলে ম্যান ম্যানেজমেন্টে দক্ষ এক জন কোচ দরকার। এমনটাই জানিয়ে দিলেন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড়।
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ পদের জন্য একাধিক আবেদন জমা পড়েছে। এই প্রসঙ্গেই গায়কোয়াড় বলেন,‘‘ভারতের হেড কোচযে হবেন, তাঁকে অবশ্যই ম্যান ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। এছাড়াও তাঁকে ভাল প্ল্যানিং করতে হবে। সঠিক সময়ে তাঁকে সঠিক প্ল্যান করতে হবে। এই দু’টি দিক ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
ভারতীয় দলের কোচ এবং সাপোর্ট স্টাফদের মেয়াদ শেষ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই। ইতিমধ্যেই মাহেলা জয়বর্ধনে, রবিন সিংহের মতো ক্রিকেটার হেড কোচ পদেরজন্য আবেদন করেছেন। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোচ নির্বাচনে তাঁরা অধিনায়কের মতামত নেবেন না। অগস্টের দ্বিতীয় সপ্তাহেই কপিল দেব, গায়কোয়াড়, শান্তা রঙ্গস্বামীর কমিটি ভারতের পরবর্তী কোচ নির্বাচন করবেন।
আরও পড়ুন: অ্যাশেজের আগে বড় ধাক্কা অজি শিবিরে, অনিশ্চিত ওয়ার্নার
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy