Advertisement
২২ জানুয়ারি ২০২৫
sourav ganguly

দাদা দ্রুত সুস্থ হও, প্রার্থনা ধওয়নদের

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সও তাদের প্রাক্তন অধিনায়কের শারীরিক অবস্থায় চিন্তিত।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ০৭:৩০
Share: Save:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফের অসুস্থ হয়ে পড়ার খবরে বুধবার উদ্বেগ ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে। সৌরভের বন্ধু, পরিচিতদের কাছে ফোন তো আসতেই থাকে, সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়ে যায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা।

ভারতের মহিলা দলের ওয়ান ডে ফর্ম্যাটের অধিনায়ক মিতালি রাজ টুইটারে লেখেন, “এ রকম একটি খবর দিয়ে সকাল শুরু হবে ভাবিনি। আরও এক বার হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। তোমার দ্রুত আরোগ্য কামনা করি। আমার প্রার্থনা তোমার সঙ্গে আছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে এসো দাদা।”

ভারতীয় ওপেনার শিখর ধওয়নও সৌরভের খবর পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর টুইট, “আরও একটা খারাপ খবর। দাদা ফের হাসপাতালে ভর্তি। তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। বরাবরই তুমি যোদ্ধা। আগের যুদ্ধ জয় করে ফিরে এসেছ। আবারও ফিরবে। সুস্থ হও দাদা।”

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সও তাদের প্রাক্তন অধিনায়কের শারীরিক অবস্থায় চিন্তিত। নাইট পরিবারের টুইট, “সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই যোদ্ধা। যতই প্রতিকূলতা আসুক, তুমি ঘুরে দাঁড়াবেই। আগেও ঘুরে দাঁড়িয়েছ। আবারও ঘুরে দাঁড়াবে। ভাল থেকো দাদা।”

উদ্বিগ্ন: হাসপাতালে সৌরভ-কন্যা সানা। বুধবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

উদ্বিগ্ন: হাসপাতালে সৌরভ-কন্যা সানা। বুধবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

সানরাইজ়ার্স হায়দরাবাদ পরিবারের পক্ষ থেকেও সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছে। তাদের টুইট, “তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো দাদা। আমরা প্রত্যেকে তোমার জন্য প্রার্থনা করছি। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো।” প্রাক্তন ভারতীয় উইকেটকিপার অজয় রাত্রার টুইট, “দাদা তোমার থেকেই শিখেছি কী ভাবে মাঠে লড়াই করে জেতা সম্ভব। নিঃসন্দেহে তুমিই সব চেয়ে বড় যোদ্ধা। সকালে এই খবর পাব ভাবতে পারিনি। দ্রুত সুস্থ হয়ে ওঠো। অনেক কাজ বাকি। দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে এসো।”

প্রাক্তন ভারতীয় মিডিয়াম পেসার লক্ষ্মীপতি বালাজি লিখেছেন, “দাদা দ্রুত সুস্থ হয়ে ওঠো। তোমার ফিরে আসার অপেক্ষায় রয়েছি।” শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান চামারা কাপুগেদেরা লিখেছেন, “তোমার অসুস্থতার খবর পেয়ে আমি হতাশ। দ্রুত সুস্থ হয়ে ফিরে এসো দাদা। অনেক বড় ইনিংস খেলতে হবে।” দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বাঁ-হাতি স্পিনার নিকি বোয়ের টুইট, “আরও এক বার এই অসুস্থতাকে স্টেপ আউট করে মাঠের বাইরে পাঠাতে হবে। তোমার দ্রুত আরোগ্য কামনা করি।” ক্রিকেটজীবনে বাঁ হাতি স্পিনারদের হেলায় স্টেপ আউট করে গ্যালারিতে ফেলতেন সৌরভ। সে কথাই মনে করিয়ে দিয়েছেন বোয়ে।

অন্য বিষয়গুলি:

Cricket sourav ganguly Mithali Raj Shikar Dhawan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy