Advertisement
০৫ অক্টোবর ২০২৪
রাহুলকে পাঁচে নামানোর অঙ্ক, বাইরে সম্ভবত ঋষভ
Cricket

আজ নতুন ওপেনিং জুটি নিয়ে নামছে ভারত

মঙ্গলবার হ্যামিল্টনে সাংবাদিক বৈঠকে এসে কোহালি পরিষ্কার করে দিয়েছেন ভারতীয় দলের রণনীতি।

আলোচনা: প্রথম ওয়ান ডে ম্যাচের আগে অনুশীলনে কোচ রবি শাস্ত্রীর ক্লাসে অধিনায়ক বিরাট কোহালি। টুইটার

আলোচনা: প্রথম ওয়ান ডে ম্যাচের আগে অনুশীলনে কোচ রবি শাস্ত্রীর ক্লাসে অধিনায়ক বিরাট কোহালি। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৯
Share: Save:

একেবারে নতুন ওপেনিং জুটি নিয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নামছে ভারত।

সীমিত ওভারের ক্রিকেটে যে দু’জন নিয়মিত ওপেন করে এসেছেন এত দিন, সেই রোহিত শর্মা এবং শিখর ধওয়ন চোটের জন্য ছিটকে গিয়েছেন। এই দু’জনের জায়গায় আজ, বুধবার, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওপেন করতে দেখা যাবে পৃথ্বী শ এবং মায়াঙ্ক আগরওয়ালকে। টেস্টে আগেই অভিষেকে নজর কেড়েছিলেন পৃথ্বী। এ বার ওয়ান ডেতেও তাঁর অভিষেকের দিকে নজর থাকবে সবার।

মঙ্গলবার হ্যামিল্টনে সাংবাদিক বৈঠকে এসে কোহালি পরিষ্কার করে দিয়েছেন ভারতীয় দলের রণনীতি। যে রণনীতি অনুযায়ী পৃথ্বী এবং মায়াঙ্ক নামবেন শুরুতে। দুরন্ত ফর্মে থাকা কে এল রাহুলকে মিডল অর্ডারেই খেলতে হবে। নতুন ভূমিকার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য রাহুলকে যথেষ্ট সুযোগ দিতে চায় ভারতীয় দল পরিচালন সমিতি। যে ভূমিকা হল, পাঁচ নম্বরে এসে খেলা শেষ করে ফেরা।

এ দিন কোহালি বলেছেন, ‘‘পৃথ্বী অবশ্যই ওপেন করবে। তার সঙ্গে বিকল্প ওপেনার যে আসবে, সে নামবে শুরুতে।’’ কোহালি যখন এ কথা বলছেন, তখনও সরকারি ভাবে মায়াঙ্কের নাম রোহিতের বিকল্প হিসেবে ঘোষণা করা হয়নি। তবে ভারত অধিনায়ক জানিয়ে দেন, তাঁরা এক জন ওপেনারকেই রোহিতের পরিবর্তে চেয়েছেন। কিন্তু কে এল রাহুলকে কেন ওপেনার হিসেবে ভাবা হচ্ছে না? কোহালি জবাব দিয়েছেন, ‘‘কে এল (রাহুল)-কে আমরা মিডল অর্ডারেই খেলাতে চাই। ওখানেই ওকে এখন খেলতে হবে। পাশাপাশি কিপিংটাও করতে হবে। সে কথা মাথায় রেখে আমরা ওকে যথেষ্ট সময় দিতে চাই তৈরি হওয়ার জন্য।’’

রোহিত ছিটকে যাওয়ায় কি দলের প্রস্তুতিতে সমস্যা হবে? কোহালি মানতে চান না। কারণ, সামনে ওয়ান ডে সিরিজ আর বেশি নেই। অধিনায়ক বলেছেন, ‘‘আমরা আমাদের কৌশলটা একই রেখে দিতে চাই। দুর্ভাগ্যজনক ভাবে রোহিত সিরিজ থেকে ছিটকে গেল। কিন্তু তিন ধরনের ক্রিকেটেই রোহিতই আমাদের প্রথম পছন্দ। তাই ফিরে এসে রোহিতই ওপেন করবে। তা ছাড়া আমাদের সামনে এখন বেশি ওয়ান ডে ম্যাচও নেই। তাই ছক পাল্টাতে

চাই না।’’ কোহালি বরং মনে করছেন, রোহিত এখন সুযোগ পাবেন নিজেকে একশো ভাগ সুস্থ করে তোলার। অধিনায়কের কথায়, ‘‘রোহিতের না থাকা নিয়ে আমাদের গেমপ্ল্যানে কোনও সমস্যা হবে না। বরং রোহিত নিজেকে পুরো সুস্থ করে তোলার সময় পাবে। টি-টোয়েন্টি ম্যাচগুলো সব খেলেছে রোহিত। ফলে বিশ্বকাপের কথা মাথায় রেখে দলের প্রস্তুতি ঠিক ভাবেই হয়েছে।’’

টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে ০-৫ হেরে বিধ্বস্ত নিউজ়িল্যান্ড আবার ওয়ান ডে সিরিজে মাঠে নামার আগেই জোর ধাক্কা খেয়েছে। চোটের জন্য তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথম দুটো ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। যা নিয়ে কিছুটা অবাক স্বয়ং কোহালিও। তিনি বলেছেন, ‘‘উইলিয়ামসন খেলবে না জেনে কিছুটা অবাকই হলাম। ও তো আমাকে আগের দিন বলছিল, অনেকটা সুস্থ বোধ করছে।’’ এর পরে কোহালি অবশ্য এ-ও বলেন, ‘‘তবে কাঁধের চোটের গুরুত্ব মাঠে না নামলে বোঝা যায় না। বিশেষ করে, ব্যাটসম্যানদের ক্ষেত্রে কথাটা আরও বেশি করে খাটে। আমিও ও রকম সমস্যায় পড়েছিলাম। তাই মনে হয়, ও পরে বুঝেছে মাঠে নামার মতো অবস্থায় নেই।’’ কোহালি মনে করেন, রোহিত আর ধওয়ন না থাকায় নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন মায়াঙ্ক এবং পৃথ্বী। কোহালির কথায়, ‘‘রোহিতের চোটটা দুর্ভাগ্যজনক ঠিকই, কিন্তু এতে বাকিদের সামনে সুযোগ এসে যাচ্ছে। আমরাও দেখে নিতে পারব চাপ সামলে কে কী রকম খেলে। তাই আমি ব্যাপারটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket India New Zealand Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE