ছবি: টুইটার থেকে
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হার ভারতের। জাপানের বিরুদ্ধে ৩-৫ গোলে হেরে যায় তারা। সেমিফাইনাল থেকেই বিদায় ঘটে গেল হরমনপ্রীত সিংহদের।
গ্রুপ পর্বে এই জাপানের বিরুদ্ধেই ৬-০ গোলে জেতে ভারত। সেই গ্রুপের শীর্ষ দল হিসেবে যোগ্যতাঅর্জন করেন হরমনপ্রীতরা। চার নম্বরে ছিল জাপান। লিগ ম্যাচে জাপানকে সব বিভাগেই বিধ্বস্ত করেছিল ভারতীয় দল। সেই একই ফল সেমিফাইনালেও করে দেখাতে মরিয়া ছিলেন আকাশদীপরা। কিন্তু সহজ প্রতিপক্ষ পেয়েও জিততে পারল না ভারত।
India fought back in the second half but couldn't get past the Japan barrier. 🏑
— Hockey India (@TheHockeyIndia) December 21, 2021
Well played, #MenInBlue. #IndiaKaGame #HeroACT2021 pic.twitter.com/IckD5pCdMK
শেষ বার এই প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানকে যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়েছিল বৃষ্টির জন্য ফাইনাল ভেস্তে যাওয়ায়। এ বার বিদায় ঘটল সেমিফাইনাল থেকেই। অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy