Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Tennis

০-২ পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন সিন্ধুদের

০-২ পিছিয়ে পড়েছিল এ দিন ভারতীয় দল। সেখান থেকে ডাবলস জুটি ধ্রুব কপিলা-চিরাগ শেট্টি এবং সিন্ধু দলকে সমতায় ফেরান।

picture of PV Sindhu.

পি ভি সিন্ধু। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৩
Share: Save:

এক সময় পিছিয়ে পড়েও দুরন্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে এশীয় মিক্সড টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে হংকংকে ৩-২ ফলে হারাল ভারত। যে জয় পি ভি সিন্ধুদের পৌঁছে দিল সেমিফাইনালে। একই সঙ্গে এই প্রতিযোগিতায় প্রথম বার পদক নিশ্চিত হয়ে গেল তাঁদের।

০-২ পিছিয়ে পড়েছিল এ দিন ভারতীয় দল। সেখান থেকে ডাবলস জুটি ধ্রুব কপিলা-চিরাগ শেট্টি এবং সিন্ধু দলকে সমতায় ফেরান। এ দিনের প্রথম ম্যাচে মিক্সড ডাবলস জুটি ঈশান ভাটনাগর ও তানিশা ক্রাস্টো ২৪-২৬, ১৭-২১ ফলে হারেন। এর পরে বিশ্বের ১১ নম্বর এবং কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন লক্ষ্য সেন এগিয়ে থেকেও হারেন ২২-২০, ১৯-২১, ১৮-২১ ফলে বিশ্বের ১৪ নম্বর লং অ্যাঙ্গাস এন-এর কাছে। সিন্ধু ১৬-২১, ২১-৭, ২১-৯ ফলে জেতেন সালোনি মেহতার কাছে। তৃষা জলি এবং গায়ত্রী গোপীচন্দ শেষ ম্যাচে ২১-১৩, ২১-১২ ফলে জয় পেয়ে দলের শেষ চারে ওঠা নিশ্চিত করেন।

অন্য বিষয়গুলি:

Tennis PV Sindhu India Hong Kong
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy