প্রসিদ্ধ কৃষ্ণ ছবি টুইটার
প্রসিদ্ধ কৃষ্ণকে টেস্ট দলে জায়গা দেওয়া উচিত বলে মনে করেন সুনীল গাওস্কর। তাঁর গতির কথা মাথায় রেখেই সুযোগ দেওয়া উচিত। ঠিক যেমনটা হয়েছিল ২০১৮ সালে যশপ্রীত বুমরার ক্ষেত্রে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে অভিষেক হয় প্রসিদ্ধর। ৪ উইকেট তুলে নেন তিনি।
গাওস্কর বলেন, ‘‘সিম ওপরের দিকে রেখে বল করে প্রসিদ্ধ। নির্বাচকদের উচিত ওকে টেস্ট দলেও সুযোগ দেওয়া। যেমনটা হয়েছিল যশপ্রীত বুমরার ক্ষেত্রে। ও সেই সময় শুধুই টি২০ ও একদিনের ম্যাচে খেলত। পরে টেস্টে সুযোগ পেয়ে ভারতের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছে।’’
দ্বিতীয় একদিনের ম্যাচেও ১০ ওভার বল করে ৫৮ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন তিনি। এর আগে কর্নাটকের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি উইকেট পেয়েছেন তরুণ এই পেসার। লিস্ট এ ক্রিকেটে ৫০ ম্যাচে ৮৭টি উইকেট পেয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy