ছবি: পিটিআই।
মেলবোর্নে ম্যাচ জেতানো ১১২ রানের ইনিংস। এমসিজি-র অনার বোর্ডে নাম উঠল অজিঙ্ক রাহানের। তবে এই প্রথম নয়, এই নিয়ে দ্বিতীয়বার এমসিজি-র অনার বোর্ডে জায়গা করে নিলেন রাহানে।
এর আগে ২০১৪ সালে রাহানের নাম প্রথম ওঠে ঐতিহ্যশালী এমসিজি অনার বোর্ডে। সেবার ১৪৭ রান করেছিলেন তিনি। সেই টেস্ট ড্র হয়ে যায়। ওই টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহালির নামও উঠেছিল এমসিজি-র অনার বোর্ডে। কোহালি ওই টেস্টে ১৬৯ রান করেন।
বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিয়ো শেয়ার করে। সেখানে দেখা যাচ্ছে এমসিজি-র এক কর্মী কীভাবে রাহানের নাম খোদাই করে অনার বোর্ডে বসাচ্ছেন। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে দুর্দান্ত শতরান করে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পর অজিঙ্ক রাহানের নাম এমসিজি-তে দ্বিতীয়বারের জন্য লেখা হচ্ছে।’’ এই ভিডিয়ো কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
A look at the Honours Board at the G.
— BCCI (@BCCI) December 27, 2020
.@ajinkyarahane88 scored a Test century in 2014 and here he is today all set to get his name engraved again.
Well done, Skip 💯#AUSvIND pic.twitter.com/1YfqQl3DKk
আরও পড়ুন: পি কে, চুনী, মান্নার নামে ফুটবল প্রতিযোগিতা হবে...
রাহানেই ম্যাচের সেরা হন। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ভারত দ্বিতীয় টেস্ট জিতেছে মেলবোর্নে। চার ম্যাচের সিরিজের ফল এখন ১-১। তৃতীয় টেস্ট সিডনিতে ৭ জানুয়ারি থেকে।
আরও পড়ুন: জিততে না পারলেও হতাশ নন হাবাস
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy