রাহানের প্রশংসায় মুগ্ধ কোহালি। ছবি রয়টার্স
বল হাতে মাতিয়ে দেওয়ার পর এ বার ব্যাট হাতেও দাপট দেখাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। বৃষ্টির কারণে খেলা একটু আগে শেষ হয়ে গেলেও, ততক্ষণে শতরান হয়ে গিয়েছে অধিনায়ক অজিঙ্ক রাহানের।
স্ত্রী অনুষ্কা শর্মা সন্তাসম্ভবা হওয়ায় প্রথম টেস্ট খেলে দেশে ফিরে এসেছেন বিরাট কোহালি। বাকি তিন টেস্টে নেতৃত্ব দেওয়ার ভার বর্তেছে রাহানের উপর। ফের একবার দেখিয়ে দিলেন, অধিনায়কত্বের প্রভাব তাঁর ব্যাটিংয়ে একেবারেই পড়ে না।
ডেপুটির দুরন্ত ইনিংসে খুশি বিরাট কোহালি। দ্বিতীয় দিনের খেলা শেষ হতেই তিনি টুইট করেছেন, ‘‘আরও একটা দারুণ দিন গেল আমাদের। টেস্ট ক্রিকেটের আসল রূপ আরও একবার দেখা গেল। দুরন্ত ইনিংস খেলল জিঙ্কস।’’
Another great day for us. Proper test cricket at its best. Absolutely top knock from Jinks👌@ajinkyarahane88
— Virat Kohli (@imVkohli) December 27, 2020
আরও খবর: শতরান করে সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেললেন অজিঙ্ক রাহানে
আরও খবর: জেটলি-পুত্রকে চিঠি, মামলার হুমকি বেদীর
দ্বিতীয় দিনের শেষে ভারত ৫ উইকেটে ২৭৭ রান তুলেছে। অপরাজিত ১০৪ করেছেন রাহানে। বিদেশে এটি রাহানের অষ্টম শতরান। তবে অধিনায়ক হিসেবে এটিই প্রথম। রাহানে ছাড়াও ভাল খেলেছেন শুভমন গিল। শেষের দিকে রাহানেকে যোগ্য সঙ্গত দিয়েছেন রবীন্দ্র জাডেজা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy