খোশমেজাজে: জন্মদিনে পরিবারের সঙ্গে ধোনি। টুইটার
বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে বিরাট কোহালির ভারতীয় দল। শনিবারেই শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে বিশ্বকাপে নয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শেষ করেছে ভারত। আর তার পরেই রবিবার বিরাটের দল মাতোয়ারা মহেন্দ্র সিংহ ধোনির জন্মদিন পালন নিয়ে।
এ দিনই ৩৮ বছরে পা দিলেন ধোনি। সেই উপলক্ষ্যে রবিবার ভারতীয় উইকেটরক্ষকের ফোন ব্যস্ত থাকল অভিনন্দনের বন্যায়। বিশ্বকাপে ধোনির ব্যাটিং নিয়ে প্রবল সমালোচনা হয়েছে। কিন্তু দলের অধিনায়ক বিরাট কোহালি সব সময়েই পাশে থেকেছেন ধোনির। প্রাক্তন অধিনায়কের উপর আস্থা অটুট বর্তমান অধিনায়কের। এ দিন ‘ক্যাপ্টেন কুল’-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভারত অধিনায়ক বলে দিলেন, ‘‘তুমি চিরকালই আমার অধিনায়ক।’’
ভারত অধিনায়ক ধোনির সঙ্গে তাঁর ব্যাট করে ফেরার ছবি টুইট করে লেখেন, ‘‘শুভ জন্মদিন মাহি ভাই। খুব কম মানুষই বিশ্বাস ও আস্থার মূল্য বোঝে। কিন্তু আমি সৌভাগ্যবান যে, তোমার থেকে সেই বন্ধুত্ব বা ভালবাসা আমি পেয়েছি। বহু বছর তোমার সঙ্গে রয়েছি। তুমি আমাদের সকলের বড় দাদার মতো। আগের মতো আজও বলছি, চিরকালই আমার অধিনায়ক হিসেবে থাকবে তুমি।’’
ধোনির স্ত্রী সাক্ষীর টুইট থেকে জানা গিয়েছে, আটত্রিশ বছরে পা দেওয়ার মুহূর্ত কী ভাবে উদযাপন করেছেন ধোনি। সাক্ষীর টুইটে জানা গিয়েছে স্ত্রী, ঋষভ পন্থ-সহ ভারতীয় দলের কিছু সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সান্নিধ্যে মেয়ে জিভার সঙ্গে জন্মদিনের কেক কাটেন ধোনি। এ ছাড়াও গোটা মুখে কেক মাখানো অবস্থায় স্ত্রী ও কন্যার সঙ্গে ধোনির ছবি টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী সাক্ষী।
যার সঙ্গে ধোনি জন্মদিনের পরে নেচেছেন, সেই ঋষভ পন্থ ধোনির সঙ্গে লাফিয়ে সেই নাচের ছবি টুইট করে লিখেছেন, ‘‘শুভ জন্মদিন মাহি ভাই। উপদেষ্টা কাম ভাই কাম বন্ধু হিসেবে সব সময়ে পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। জীবনে আরও সাফল্য আসুক তোমার।’’ কেদার যাদব ধোনি পরিবারের সঙ্গে তাঁর ছবি টুইট করে লেখেন, ‘‘শুভ জন্মদিন মাহি ভাই। বলে বোঝানো যাবে না তোমাকে কতটা ভালবাসি। তোমার সুখ, সাফল্য ও সুস্বাস্থ্যের জন্য শুভেচ্ছা রইল।’’ হার্দিক পাণ্ড্য আবার ধোনির সঙ্গে তাঁর হেলিকপ্টার শট মারার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে লেখেন, ‘‘শুভ জন্মদিন মাহি ভাই। তোমার সঙ্গে সময় কাটানোর সুফল হিসেবে কত কী শিখেছি। যা আরও পরিণত করছে আমাকে। ধন্যবাদ, আমার জীবনে এ রকম বড় রোল মডেল হিসেবে আসার জন্য।’’
দেশের অন্যতম সফল অধিনায়ক ধোনিকে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অভিনব ভাবেই ২০০৭, ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের চারটি ছবি টুইট করেছে তারা। যার মধ্যে ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পরে মুম্বইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে ধোনির বিশ্বকাপ-সহ বিখ্যাত ছবিটিও রয়েছে। ছবির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের টুইট, ‘‘চারটে বিশ্বকাপ। চারটে আলাদা রূপ। কোন ছবিটা আপনার ভাল লাগছে? যে কোনও একটি ছবি নিন। শুভ জন্মদিন মহেন্দ্র সিংহ ধোনি।’’
আইসিসি একদিন আগেই ধোনিকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিল। এ দিন চলতি বিশ্বকাপে ধোনির ন’টি বিভিন্ন মুহূর্তের ছবির কোলাজ বানিয়ে তারা পোস্ট করে, ‘‘একটি মানুষ। সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ। সারা জীবনের স্মৃতি। শুভ জন্মদিন এম এস ধোনি।’’
দিন কয়েক আগে ধোনির মন্থর ইনিংস নিয়ে সমালোচনা করেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। এ দিন তিনিও ধোনির সঙ্গে নিজের ছবি টুইট করে লেখেন, ‘‘জন্মদিনের শুভেচ্ছা। আগামী একটা বছর তোমার দারুণ কাটুক। বিশ্বকাপে ভারতের বাকি দুই ম্যাচের জন্যও আগাম শুভেচ্ছা জানাচ্ছি।’’
প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ ধোনিকে বিশ্বের আশ্চর্য বলে মন্তব্য করে তাঁর সঙ্গে ধোনির ছবি-সহ টুইট করেন, ‘‘বিশ্বে মহাদেশের সংখ্যা সাতটা। সপ্তাহে দিন সাতটি। রামধনুতে সাত রংয়ের সমাহার। সঙ্গীতে সাত সুরের মূর্চ্ছনা। মানব জীবনের সাতটি চক্র। সাত পাকে বিবাহ। বিশ্বের আশ্চর্যও সাতটি। সে রকমই বছরের সপ্তম মাসের সপ্তম দিনটি ক্রিকেট বিশ্বের এক আশ্চর্য ব্যক্তির জন্মদিন। শুভ জন্মদিন ধোনি। ভগবান তোমাকে আশীর্বাদ করুন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy