ভারতের বিরুদ্ধে ২০০-তম ম্যাচ তামিম ইকবালের। আর সেই ম্যাচ ঘিরেই বাংলাদেশে প্রবল জল্পনা। পারবেন কি তামিম দুরন্ত ভাবে জ্বলে উঠতে?
ভারতের ইনিংসের সময়েই অশনি সংকেত দেখা গিয়েছে। রোহিত শর্মার লোপ্পা ক্যাচ ফেলে দিয়েছেন বাংলাদেশের বাঁ হাতি ওপেনার। ব্যাট করতে নেমে তামিম ফিরে যান মাত্র ২২ রান করে। তবে তামিম ব্যাট করতে নামার আগেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ধরে নিয়েছিলেন, ২০০ নম্বর ম্যাচে ভাল কিছু করতে পারবেন না তিনি। কারণ পরিসংখ্যান বলছে, প্রথম, ৫০-তম, ১০০-তম ও ১৫০-তম ম্যাচে তামিম মোটেও ভাল খেলতে পারেননি। ২০০-তম ম্যাচেও তামিম যে ভাল কিছু করতে পারবেন না, তা আগে থেকেই বুঝতে পেরেছিলেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।
What you have done tamim Iqbal? Thats bad.#INDvBAN
— Safia Feroz (@safia_feroz) July 2, 2019
এজবাস্টনে আজ, মঙ্গলবার ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মরণবাঁচন ম্যাচ। আর সেই ম্যাচেই তামিম রোহিতের ক্যাচ ছাড়লেন। ‘হিটম্যান’ তখন ৯ রানে ব্যাট করছিলেন। জীবন ফিরে পেয়ে রোহিত থামলেন ১০৪ রানে। রোহিত জ্বলে ওঠায় ভারত ৫০ ওভারের শেষে থামে ৩১৪ রানে।
Tamim Iqbal getting ready to catch#cwc19 #teamindia #indvban #banvind #banvsind #indvsban pic.twitter.com/ruRETwhxB8
— Karthik (@sarcaustic_soda) July 2, 2019
আরও পড়ুন:অপ্রতিরোধ্য রোহিত! ছুঁয়ে ফেললেন সঙ্গকারার বিশ্বরেকর্ড, এবার সচিনকে ছোঁয়ার হাতছানি
আরও পড়ুন: ফের রোহিতের সেঞ্চুরি, ৩১৪ রানে থামল ভারত, ফিজের পাঁচ উইকেট
রোহিতের ক্যাচ ফেলা ক্রিকেট পাগলদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই ১৯৯৯ সালের বিশ্বকাপে। সে বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্টিভ ওয়ার ক্যাচ ফেলেছিলেন হার্শেল গিবস। তার পরে গিবসের কাছে গিয়ে ওয়া বলেছিলেন, ‘‘বন্ধু, তুমি তো বিশ্বকাপটাই ছেড়ে দিলে।’’ রোহিত অবশ্য কিছুই বলেননি তামিমকে। ক্রিকেটভক্তরা সোশ্যাল মিডিয়ায় তামিমকে ট্রল করেন।