Advertisement
১২ জানুয়ারি ২০২৫

লিডসে লঙ্কাকাণ্ড, ঘরের মাঠে ইংল্যান্ডের হার

বিশ্বকাপের দ্বিতীয় জয় এল দিমুথ করুণারত্নের দলের। এর আগে তারা জিতেছিল আফগানিস্তানের বিরুদ্ধে। কিন্তু ইংল্যান্ডের মতো দলকেও যে শ্রীলঙ্কা হারাতে পারে, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি।

বিধ্বংসী: ৪৩ রানে চার উইকেট নিয়ে মর্গ্যানদের ত্রাস মালিঙ্গা। ছবি: এফপি।

বিধ্বংসী: ৪৩ রানে চার উইকেট নিয়ে মর্গ্যানদের ত্রাস মালিঙ্গা। ছবি: এফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জুন ২০১৯ ০৫:২০
Share: Save:

অনেকেই ভেবেছিলেন তিনি শেষ হয়ে গিয়েছেন। আগের মতো তাঁর বলে ধার নেই। শুক্রবার লিডসে আরও এক বার ক্রিকেটবিশ্বকে ভুল প্রমাণ করে দিলেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। ১০ ওভারে ৪৩ রান দিয়ে তিনি তুলে নিলেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। তাঁর সৌজন্যে ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে ২০ রানে হারাল শ্রীলঙ্কা।

বিশ্বকাপের দ্বিতীয় জয় এল দিমুথ করুণারত্নের দলের। এর আগে তারা জিতেছিল আফগানিস্তানের বিরুদ্ধে। কিন্তু ইংল্যান্ডের মতো দলকেও যে শ্রীলঙ্কা হারাতে পারে, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। মালিঙ্গা, ধনঞ্জয় ডি’সিলভা ও নুয়ান প্রদীপের বোলিং বেন স্টোকসদের পরিকল্পনায় জল ঢেলে দিল।

জনি বেয়ারস্টো (০), জেমস ভিন্স (১৬), জো রুট (৫৭) ও জস বাটলারের উইকেট নেন মালিঙ্গা। এঁদের মধ্যে যে কোনও একজন উইকেটে থিতু হয়ে গেলে ম্যাচের রং পাল্টে দিতে পারতেন। সব চেয়ে উল্লেখযোগ্য বিষয়, যে ইংল্যান্ডকে ৩০০ রানের কম করতেও দেখা যাচ্ছে না, তাদের বিরুদ্ধে ২৩২ রান করেও জিতল শ্রীলঙ্কা। শুধুমাত্র শৃঙ্খলাপরায়ণ বোলিং ও দুরন্ত ফিল্ডিংয়ের মাধ্যমে।

অফস্পিনার ধনঞ্জয় ও বাঁ-হাতি পেসার ইসুরু উড়ানও দুরন্ত স্পেল উপহার দিয়ে গেলেন। ৪১তম ওভারে ক্রিস ওকস ও আদিল রশিদকে ফিরিয়ে ম্যাচের রং বদলে দেন ধনঞ্জয়। সেই চাপ ধরে রাখতে সফল প্রদীপ, পেরেরারা।

বিধ্বংসী ওপেনার বেয়ারস্টোর উইকেট নেওয়ার পরেই জেতার সম্ভাবনা দেখতে শুরু করেন মালিঙ্গা। ম্যাচ শেষে জয়ের নায়ক বলেন, ‘‘শুরু থেকেই চেষ্টা করেছি যতটা সম্ভব ব্যাটসম্যানের উপরের দিকে বল করার। জানতাম স্টোকস কতটা ভয়ঙ্কর। তাই ওর বিরুদ্ধে বেশি বৈচিত্র ব্যবহার করিনি। এক জায়গায় বল করে গিয়েছি। সময় মতো স্লোয়ার ও বাউন্সার দিয়েছি।’’

মালিঙ্গা ভাল বল করলেও ব্যাটিংয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউজ, আবিষ্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিসের প্রশংসা করে গেলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। অপরাজিত ৮৫ রান করেন ম্যাথিউজ। ৩৯ বলে ৪৯ করেন ফার্নান্দো। ৪৬ রান মেন্ডিসের। করুণারত্নে বলছিলেন, ‘‘মালিঙ্গা অবশ্যই নায়ক। কিন্তু ম্যাথিউজরাও যথেষ্ট লড়াই করে রানটি এই জায়গায় এনে দিয়েছে।’’

বিশ্বকাপের দ্বিতীয় হারের পরে ইংল্যান্ড অধিনায়ক অইন মর্গ্যান বলে গেলেন, ‘‘যত দ্রুত এই হার ভুলতে পারব, ততই ভাল। মঙ্গলবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেটা জেতাই এখন আমাদের লক্ষ্য।’’

ম্যাচ শেষে সচিন তেন্ডুলকরের টুইট, ‘‘অসাধারণ পারফরম্যান্স। ব্যাট দিয়ে করতে পারেনি, বল হাতে মালিঙ্গারা তা করে দেখিয়ে দিল। ইংল্যান্ডের সামনে কিন্তু এখন কঠিন রাস্তা। অস্ট্রেলিয়া, ভারত ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওরা কিন্তু এখনও খেলেনি।’’ প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সঙ্গকারাও বলে দিলেন, ‘‘এটাই হয়তো ঘুরে দাঁড়াতে আমাদের সাহায্য করবে। মালিঙ্গা ও ধনঞ্জয় আমাদের অঙ্ক পাল্টে দিল।’’

স্কোরকার্ড
শ্রীলঙ্কা ২৩২-৯ (৫০)
ইংল্যান্ড ২১২ (৪৭)

শ্রীলঙ্কা
দিমুথ ক বাটলার বো আর্চার ১ • ৮
কুশল ক আলি বো ওকস ২ • ৬
ফার্নান্দো ক রশিদ বো উড ৪৯ • ৩৯
মেন্ডিস ক মর্গ্যান বো রশিদ ৪৬ • ৬৮
ম্যাথিউজ ন. আ. ৮৫ • ১১৫
জীবন ক ও বো রশিদ ০ • ১
ধনঞ্জয় ক রুট বো আর্চার ২৯ • ৪৭
থিসারা ক রশিদ বো আর্চার ২ • ৬
উড়ান ক রুট বো উড ৬ • ৪
মালিঙ্গা বো উড ১ • ৫
প্রদীপ ন. আ. ১ • ১
অতিরিক্ত ১০
মোট ২৩২-৯ (৫০)
পতন: ১-৩ (দিমুথ, ১.৬), ২-৩ (কুশল, ২.২), ৩-৬২ (ফার্নান্দো, ১২.৫), ৪-১৩৩ (মেন্ডিস, ২৯.৪), ৫-১৩৩ (জীবন, ২৯.৫), ৬-১৯০ (ধনঞ্জয়, ৪৩.৩), ৭-২০০ (থিসারা, ৪৫.৪), ৮-২০৯ (উড়ান, ৪৬.৪), ৯-২২০ (মালিঙ্গা, ৪৮.৩)।
বোলিং: ক্রিস ওকস ৫-০-২২-১, জোফ্রা আর্চার ১০-০-৫২-৩, মার্ক উড ৮-০-৪০-৩, বেন স্টোকস ৫-০-১৬-০, মইন আলি ১০-০-৪০-০, আদিল রশিদ ১০-০-৪৫-২, জো রুট ২-০-১৩-০।
ইংল্যান্ড
ভিন্স ক মেন্ডিস বো মালিঙ্গা ১৪ • ১৮
বেয়ারস্টো এলবিডব্লিউ বো মালিঙ্গা ০ • ১
রুট ক পেরেরা বো মালিঙ্গা ৫৭ • ৮৯
মর্গ্যান ক ও বো উদানা ২১ • ৩৫
স্টোক ন. আ. ৮২ • ৮৯
বাটলার এলবিডব্লিউ বো মালিঙ্গা ১০ • ৯
মইন ক উদানা বো ডি সিলভা ১৬ • ২০
ওকস ক পেরেরা বো ডি সিলভা ২ • ৪
রশিদ ক পেরেরা বো ডি সিলভা ১ • ২
আর্চার ক পেরেরা বো উদানা ৩ • ১১
উড ক পেরেরা বো প্রদীপ ০ • ৪
অতিরিক্ত ৬ মোট ২১২ (৪৭)
পতন: ১-১ (বেয়ারস্টো, ০.২), ২-২৬ (ভিন্স, ৬.৫), ৩-৭৩ (মর্গ্যান, ১৮.৪), ৪-১২৭ (রুট, ৩০.৩), ৫-১৪৪ (বাটলার, ৩২.৩), ৬-১৭০ (মইন, ৩৮.৩), ৭-১৭৬ (ওকস, ৪০.১), ৮-১৭৮ (রশিদ, ৪০.৫), ৯-১৮৬ (আর্চার, ৪৩.৪), ১০-২১২ (উড, ৪৬.৬)।
বোলিং: লাসিথ মালিঙ্গা ১০-১-৪৩-৪, নুয়ান প্রদীপ ১০-১-৩৮-১, ধনঞ্জয় ডি সিলভা ৮-০-৩২-৩, থিসারা পেরেরা ৮-০-৩৪-০, ইসুরু উড়ান ৮-০-৪১-২, জীবন মেন্ডিস ৩-০-২৩-০।

২০ রানে জয়ী শ্রীলঙ্কা

ম্যাচের সেরা লাসিথ মালিঙ্গা

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer ICC World Cup 2019 ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy